পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 বছর পর পৌষমেলায় দলীয় স্টলে অনুব্রত, খেলেন বাদাম ভাজা - POUSH MELA 2024

2 বছর পর পৌষমেলায় দলীয় স্টলে অনুব্রত মণ্ডল ৷ তাঁকে দেখা গেল চেনা ছন্দে ৷ মেলা থেকে তিনি খেলেন বাদাম ভাজা ৷

ETV BHARAT
পৌষমেলায় দলীয় স্টলে অনুব্রত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 2:00 PM IST

বোলপুর, 24 ডিসেম্বর: দু'বছর পর চেনা ছন্দে পৌষমেলায় দলীয় স্টলে অনুব্রত মণ্ডল । খেলেন মেলার ভাজা বাদাম ৷ বললেন, "বিশ্বভারতী মেলা করলে তার একটা আলাদা ঐতিহ্য আছে । আমরা চাই বিশ্বভারতীই মেলা করুক ।" এদিন, অনুব্রত মণ্ডলকে মেলার স্টলে দেখে উপচে পড়ে ভিড় । ছবি ও সেলফি তোলার হিড়িক পড়ে যায় ৷ ফুরফুরে মেজাজে সকলকে হাত দেখান, কথা বলেন অনুব্রত ।

প্রতি বছরই পৌষমেলায় সব রাজনৈতিক দল স্টল দেয় ৷ স্টল হয় তৃণমূল কংগ্রেসেরও ৷ প্রতি বছর মেলার স্টলে সন্ধ্যায় বেশকিছুটা সময় কাটান অনুব্রত মণ্ডল । 2019 সালে শেষ বার পূর্বপল্লির মাঠে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলার আয়োজন করেছিল ৷ এরপর 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ তারপর বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছয় । ফলে মেলা করেনি বিশ্বভারতী ।

2 বছর পর পৌষমেলায় দলীয় স্টলে অনুব্রত (নিজস্ব ভিডিয়ো)

2021 সালে বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলার আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ 2022 সালে একই ভাবে ডাকবাংলো মাঠে মেলার আয়োজন করে বোলপুর পুরসভা ৷ 2023 সালে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতীর কাছ থেকে পূর্বপল্লির মাঠ চেয়ে আবেদন করে বীরভূম জেলা প্রশাসন ৷ সেই মাঠে জেলা প্রশাসনের তরফে বিকল্প পৌষমেলা করা হয় ৷

এবার ফের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করেছে ৷ এই মেলায় স্টল করেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে স্টল সাজানো হয়েছে ।

পৌষমেলায় অনুব্রত (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, এর মাঝে গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল । ফলে 2022 ও 23 সালে মেলায় তিনি থাকতে পারেননি ৷ তাই দুই বছর পর পৌষমেলায় দলীয় স্টলে চেনা ছন্দে দেখা গেল অনুব্রত মণ্ডলকে ৷ তাঁকে মেলার স্টলে দেখতে উপচে পড়ে ভিড় ৷ ছবি তোলার ও অনুব্রতর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ৷ ফুরফুরে মেজাজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বভারতীর স্টলও উদ্বোধন করেন অনুব্রত ৷ তাঁর খাওয়া-দাওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নানান বিধিনিষেধ আছে । সচারাচর বাইরের খাবার খান না তিনি ৷ তবে পৌষমেলা থেকে বাদাম ভাজা কিনে খেলেন অনুব্রত মণ্ডল ।

পৌষমেলা প্রসঙ্গে তিনি বলেন, "পাঁচ বছর পর বিশ্বভারতী মেলা করল । খুব সুন্দর পরিবেশ ৷ বিশ্বভারতী মেলা করলে তার একটা আলাদা ইজ্জত, গুণ, ঐতিহ্য আছে । আমরা চাইব বিশ্বভারতীই মেলাটা করুক । বিশ্বভারতী মেলা করলে যে সম্মান আসে তা ভাবতে পারা যায় না ৷ 6 দিনের মেলা, সুষ্ঠুভাবে হোক । মানুষজন আনন্দ করুক ৷ এত বড় মেলা, পুরোটা ঘুরে দেখার সাধ্য আমার নেই ৷ তবে মেলার বাদাম খেলাম ৷"

ABOUT THE AUTHOR

...view details