পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 বছর পর ফেসবুকে সক্রিয় অনুব্রত, দিন ঘোষণা রাজনৈতিক কর্মসূচির

জামিন পেয়ে নিজের গড়ে ফিরেই স্ব-মেজাজে ফিরতে চলেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ৷ সোশাল মিডিয়া পোস্টে জানালেন তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরুর দিন ৷

Birbhum TMC
অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 10:33 PM IST

বোলপুর, 9 অক্টোবর: নিজের ফেসবুক পেজে ফের সক্রিয় হয়ে সকলকে 'শারদীয়ার শুভেচ্ছা' জানালেন অনুব্রত মণ্ডল ৷ এমনকি, বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের ফেসবুক পেজেও ফের সক্রিয় হলেন তিনি ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, 17 অক্টোবর মুরারই থেকে বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অনুব্রত মণ্ডল ।

গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর 24 সেপ্টেম্বর বোলপুরে ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা । অনুব্রত ফিরতেই তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । সক্রিয় রাজনীতিতে ফেরা না ফেরার জল্পনা কিছুটা কাটিয়ে বোলপুরে দলীয় কার্যালয়ে নিয়মিত বসতে শুরু করেছেন অনুব্রত ৷ প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, 2 ঘণ্টা করে দলীয় কার্যালয়ে বসছেন তিনি ৷

এদিন, নিজের ফেসবুক পেজে ফের সক্রিয় হতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে ৷ 2 বছর এই পেজ কার্যত নিষ্ক্রিয় ছিল ৷ পেজে সক্রিয় হয়ে বোলপুরের দলীয় কার্যালয়ে বসে ভিডিয়ো বার্তা দেন অনুব্রত । তিনি বলেন, "শারদীয়ার শুভেচ্ছা । পরিবার-পরিজন সবাই যেন ভালো থাকে ৷ আমাদের দুর্গা পুজোর দিকে গোটা হিন্দু সমাজ তাকিয়ে থাকে ৷ মা যেন সবাইকে ভালো রাখেন, সুখে রাখেন ।"

নিজের ফেসবুক পেজ ছাড়াও 'বীরভূম ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস'-এর পেজটিও 2 বছর পর সক্রিয় হল ৷ সেটি থেকেও একই ভিডিয়ো বার্তা দেন অনুব্রত মণ্ডল । বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন তিনি । মুরারই ব্লক থেকে এই কর্মসূচি শুরু হবে ৷ এক একদিন এক একটি ব্লকে বিজয়া সম্মিলনী করবেন অনুব্রত ৷ এর মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ এমনটাই ঠিক হয়ে রয়েছে। অর্থাৎ, দুর্গাপুজোর পর থেকে ফের বীরভূমের রাজনৈতিক আঙিনায় নামছেন সেই অনুব্রত মণ্ডল । যদিও, এই প্রসঙ্গে দলের জেলার কোনও নেতা মন্তব্য করতে চাইছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details