মালদা, 23 এপ্রিল: দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু যে কোনও সভায় পশ্চিমবঙ্গে এসে গৈরিক নেতৃত্ব যাঁর নাম সবার আগে মুখে আনেন, শাহি শোয়ে ব্রাত্যই থেকে গেলেন সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ অথচ স্রষ্টার মূর্তির সামনে থেকেই শুরু হল অমিতের রোড শো ৷ ‘রথ’ থেকে ফুল ছুড়লেন মানুষের উদ্দেশ্যে ৷ কিন্তু একটি পাঁপড়িও পড়ল না শ্যামাপ্রসাদের মূর্তিতে ৷ তাঁকে নিয়ে কোনও শব্দও শোনা গেল না শাহ’র মুখে ৷ এতেই সাধারণ মানুষের প্রশ্ন, নির্বাচনের ভাবনায় কি নিজেদের পূর্বসূরিকেই ভুলে গেলেন শাহ ? 400 পারের উদগ্র বাসনা কি ভুলিয়ে দেয় পরম্পরাও !
এদিন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদা শহরে রোড-শো করেন শাহ । সকাল থেকে জ্বলন্ত সূর্য মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য শহরবাসী । শাহের নিরাপত্তায় মালদা ছাড়াও শিলিগুড়ি ও বিধাননগর কমিশনারেট থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল । দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁর চপার মালদা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গাড়ি চেপে সোজা এসে পৌঁছন শ্যামাপ্রসাদ স্কোয়ার বা পোস্ট অফিস মোড়ে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের জন্য আগেই তৈরি করে রাখা হয়েছিল মঞ্চ ৷ কিন্তু সেদিকে আর এগোননি শাহ । পোস্ট অফিস মোড়ে পৌঁছে সোজা ‘রথে’ চেপে রোড-শো শুরু করেন । রবীন্দ্র অ্যাভিনিউয়ে পৌঁছে সেই রথ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন পদ্মশিবিরের চাণক্য ।