কলকাতা, 27 অক্টোবর: বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন। রবিবাসরীয় দুপুরে বাংলায় এসে 2026 সালের বিধানসভা ভোটে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন । এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ সম্প্রতি, বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরষ্কারের ভূষিত হন। এবার বঙ্গসন্তান মিঠুনকে এই বাংলার মাটিতেই সম্মানিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
তাঁকে ধুতি, শাল এবং স্মারকলিপি দিয়ে সম্মানিত করেন শাহ ৷ রবিবার ইজেডসিসি (ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার)-তে একটি সাংগঠনিক বৈঠকে এসে প্রথমেই মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করে বঙ্গ বিজেপি। আজ মিঠুন চক্রবর্তী বলেন, "বাংলায় 1 কোটি সদস্যপদ সংগ্রহ হলে তবেই 26 সালের ভোটে বিজেপি ক্ষমতায় আসতে পারবে। আর ক্ষমতায় আসার জন্য যা করতে হয় তাই করবে বিজেপি। বিজেপির চাই লড়াকু কার্যকর্তা যারা দলের জন্য মার খেতেও প্রস্তুত।"