মেমারি, 30 এপ্রিল: প্রথম দু'দফা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার ফের বঙ্গে নির্বাচনী প্রচারে এলেন অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের মুখে এদিন শোনা গেল 'ভাইপো' শব্দটিও। বর্ধমান পূর্বের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হবে বলে জানালেন শাহ ৷ একইসঙ্গে বাংলার বুক থেকে পরিবারতন্ত্র বিনাশেরও ডাক দিলেন তিনি ৷
সোমবারই সুপ্রিম কোর্টে সন্দেশখালি এবং এসএসসি-জোড়া মামলায় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে ৷ সন্দেশখালি মামলায় 'ব্যক্তিগত স্বার্থরক্ষা'র অভিযোগ তুলে রাজ্য সরকারেক ভর্ৎসনা করেছে বিআর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ ৷ সেইসঙ্গে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে কোনওরকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত ৷ একইভাবে এসএসসি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ এমতাবস্থায় মঙ্গলবার দুপুরে মেমারির রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় দলীয় প্রার্থীর জনসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার দেন শাহ ৷