কলকাতা, 25 জুন: কলকাতা ছাড়ছে না ব্রিটানিয়া । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র । তাঁর দাবি, রাজ্যে ব্যবসা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন ব্রিটানিয়ার এমডি বরুণ বেড়ি ৷
গতকাল থেকেই রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে যে, তারাতালায় ব্রিটানিয়ার অফিস বন্ধ হয়ে যাচ্ছে । কাজ হারাচ্ছেন সেখানে থাকা বহু কর্মী ৷ এদিন দুপুরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অমিত মিত্র । তিনি জানান, ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ বেড়ি বিদেশ থেকে ঘণ্টা দুই আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁরা আশ্বস্ত করেছেন যে, রাজ্য ছাড়ছে না ব্রিটানিয়া ।
অমিত মিত্র বলেন, "সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানি হিসেবে ব্রিটানিয়া বাংলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ । এই মুহূর্তে ব্রিটানিয়া বাংলায় এক হাজার থেকে 1200 কোটি টাকার বিস্কুট উৎপাদন করে, যা অব্যাহত থাকবে । বিস্কুটের ক্ষেত্রে ভারতের মধ্যে অন্যতম বৃহৎ মার্কেট হল বাংলা । কাজেই বাংলা ছাড়ার কোনও প্রশ্নই নেই ।"