কলকাতা, 5 সেপ্টেম্বর:আরজি করের ঘটনায় আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করল বিজেপি । শুধু তাই নয়, নির্যাতিতার মৃত্যুর পরের 72 ঘণ্টায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে ফোনে কী কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি করল গেরুয়া শিবির। তেমন প্রয়োজন বুঝলে এই দু'জনের পলিগ্রাফ পরীক্ষা করা উচিত বলেও মনে করেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ।
মমতা-বিনীত ফোনে কী কথা বলেছেন? প্রকাশ্যে আনার দাবি বিজেপির - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Amit and Sukanta Targets WB CM: আরজি করের ঘটনায় আবারও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করল বিজেপি। তাছাড় প্রমাণ লোপাটের ব্যাপারে জানতে সিবিআইয়ের মমতা-বিনীতের মধ্যে কী কী কথা হয়েছে তাও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন ।
Published : Sep 5, 2024, 8:06 PM IST
|Updated : Sep 5, 2024, 8:13 PM IST
বিজেপির দুই নেতা সোশাল মিডিয়ায় রাজ্যের পূর্ত দফতরের একটি নির্দেশিকা প্রকাশ করেন। সেই নির্দেশিকা অনুযায়ী তরুণীর চিকিৎসকের মৃত্যর ঠিক পরদিন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কয়েকটি সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই কাজ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই নেতার দাবি, এখান থেকেই স্পষ্ট আরজি করের ঘটনায় তথ্য লোপাটের চেষ্টা হয়েছিল । শুধু তাই নয়, বিজেপির দাবি প্রমাণ লোপাটের ব্যাপারে কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাই এই দু'জনের মধ্যে কী কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি উঠেছে ।
অমিত মালব্য সরকারি নির্দেশিকার কপি পোস্ট করে লিখেছেন, "এই তথ্য বিস্ফোরক। কলকাতা পুলিশ-হাসপাতাল কর্তৃপক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক হয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে ।" তিনি আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েল যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় । কারণ ইতিমধ্যেই অনেক প্রমান লোপাট হয়েছে। ঘটনা ঘটার 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নগরপাল বিনীত গোয়েলের সংশয় ফোনে হওয়া কথাবার্তা প্রকাশ্যে আনা হোক। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের ও পলিগ্রাফি পরীক্ষা করা হোক। তাহলেই সব তথ্য সামনে উঠে আসবে। এই একই চিঠিকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও।