পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার বনগাঁয় ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় আনা হল কলকাতায়

অভিযোগ, সোমবার সকালে রেললাইন ধরে মাছের ভেড়িতে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করা হয় ৷ পুরনো শত্রুতা থেকেই এই হামলা বলে অনুমান পুলিশের ৷

Bangaon Shootout
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 3:40 PM IST

বনগাঁ, 11 নভেম্বর: বনগাঁয় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । জখম ব্যবসায়ীর নাম অসিত অধিকারী । তিনি বনগাঁর বক্সিপল্লির বাসিন্দা । তাঁর পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে । সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় । ব্যবসায়ীকে গুলির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচপোতা এলাকায় অসিতের মাছের ভেড়ি রয়েছে । প্রতিদিন সকালে সেই ভেড়িতে তিনি খাবার দিতে যান । প্রত্যেকদিনের মতো আজ সকালেও তিনি রেললাইন ধরে মাছের ভেড়িতে খাবার দিতে যাচ্ছিলেন । অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । গুলি গিয়ে লাগে তাঁর পেটে ।

বনগাঁয় ব্যবসায়ীকে গুলি (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, গুলি লাগার পর অসিত অধিকারী আর্তনাদ করতে থাকেন ৷ তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে রেফার করা হয় ।

জখম ব্যবসায়ী অসিত অধিকারী (নিজস্ব ছবি)

ব্যবসায়ীর পরিবারের দাবি, কী কারণে, কারা গুলি চালিয়েছে তা তাঁরা জানেন না । এর আগেও তাঁর উপরে কখনও হামলা হয়নি । এই ঘটনায় তাঁরা আতঙ্কিত । ব্যবসায়ীর স্ত্রী মিনতি অধিকারী বলেন, "সকালে স্বামী মাছের ভেড়িতে খাবার দিতে যাচ্ছিলেন ৷ সেসময় তাঁকে পিছন থেকে গুলি করা হয় বলে খবর আসে ৷ একটা বাচ্চা গুলি চালিয়েছে ৷ আগে কোনওদিন তাঁর উপর এরকম হামলা হয়নি ৷ আমার কারও উপর সন্দেহ নেই ৷ স্বামীকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷ পুলিশ এবার ঘটনার তদন্ত করে দেখুক ৷"

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ পুলিশের (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ অসিত অধিকারী অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে তাঁকে গুলি করা হয়েছে । তবে প্রশ্ন উঠছে, উপনির্বাচনের আগে এত অবৈধ গুলি, বন্দুক আসছে কোথা থেকে । রবিবার কলকাতার শিয়ালদায় উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র ও 90 রাউন্ড কার্তুজ ৷ ঘটনার একজনকে গ্রেফতার করে লালবাজার ৷

ABOUT THE AUTHOR

...view details