মালদা, 21 জুন: কৃষক বন্ধুর টাকা নিয়ে নয়া দুর্নীতির গন্ধ ৷ কৃষকদের টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে ৷ এক বা দু’জন নয়, শয়ে শয়ে বাচ্চার অ্যাকাউন্টে ঢুকছে এই টাকা ৷ অভিযোগ উঠেছে এর পিছনে সক্রিয় রয়েছে দালালচক্র ৷ ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে ৷ কিন্তু, এত কিছু হলেও প্রশাসনের কাছে নাকি কোনও খবর নেই ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফে পালটা অভিযোগ তোলা হয়েছে, বিজেপির লোক প্রশাসনের ভিতরে ঢুকে পড়েছে ৷ তারাই এই ঘটনা ঘটাচ্ছে ৷ বিষয়টি জানার পর তদন্তের আশ্বাস দিয়েছেন জয়েন্ট বিডিও ৷
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না স্লুইস গেট এলাকার শতাধিক চাষি কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত বলে অভিযোগ ৷ অথচ নির্দিষ্ট জমির ভিত্তিতে তাঁদের কৃষক বন্ধুর আইডি দিয়েছে প্রশাসন ৷ তাহলে কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ? স্থানীয় সিএসপিতে খোঁজ নিয়ে কৃষকরা জানতে পারেন, তাঁদের টাকা বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ৷ স্থানীয় দালালরাই এই কাজ করছে বলে অভিযোগ ৷
এমনই এক বঞ্চিত কৃষক মহম্মদ মনসুর আলি বলছেন, "কৃষক বন্ধুর টাকা পকেটে ঢোকাতে এই এলাকায় দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে ৷ তারা বাচ্চাদের নামে অ্যাকাউন্ট খুলছে ৷ এক একজন দালালের কাছে এক থেকে দেড়শো বাচ্চার অ্যাকাউন্ট রয়েছে ৷ এই অ্যাকাউন্ড কীভাবে খোলা হচ্ছে ? নাবালকদের তো জমি নেই ৷ জমি বড়দের নামে ৷ তাহলে বড়রা কেন এই টাকা থেকে বঞ্চিত ? আমার ধারণা, এই কাজে প্রশাসনের একাংশও জড়িত ৷ বিডিও অফিস-সহ উপরমহলেও এমন দালাল রয়েছে ৷"