পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চেম্বার দখল করে বিজেপির কার্যালয়, থানায় অভিযোগ চিকিৎসকের - Doctor Chamber Occupying by BJP - DOCTOR CHAMBER OCCUPYING BY BJP

Doctor Chamber Becomes BJP Party Office: চেম্বার দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছেন চিকিৎসক ৷

Etv Bharat
ডাক্তারের চেম্বার দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:22 PM IST

ডাক্তারের চেম্বার দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

শান্তিপুর, 10 এপ্রিল: গ্রামীণ চিকিৎসকের চেম্বার দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । চেম্বার ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক । ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার এক নম্বর ওয়ার্ডের । যদিও চিকিৎসকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।

চিকিৎসক প্রশান্ত কুমার রায়ের অভিযোগ, শান্তিপুর দু'নম্বর রেলগেট সংলগ্ন রেলের একটি জায়গায় তিনি একটি ঘর নির্মাণ করে দশ বছর ধরে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন । কিন্তু গত 11 মাস আগে তিনি বৃন্দাবনে চলে যান ৷ বাড়ি ফিরতে সময় লেগে যায় বেশ কিছুদিন । এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব অল্পদিনের জন্য একটি বসার জায়গা করার জন্য তাঁর চেম্বারটি চেয়েছিলেন ৷ সেই মতো প্রশান্তবাবু রাজি হয়ে যান । কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে যখন তিনি দাবী করেন তার চেম্বার ফিরিয়ে দিতে হবে, কিন্তু বিজেপি নেতৃত্ব সেটা আর তাকে ফিরিয়ে দেয়নি । উপরন্তু তাঁচে অন্যত্র চেম্বার করার কথা সাফ জানিয়ে দেন ।

প্রশান্তবাবুর দাবি, ডাক্তারি করেই তার সংসার চলে । দীর্ঘ 11 মাস তিনি বাড়িতেই বেকার বসে আছেন । নতুন করে আবার শুরু করতে চান ডাক্তারি ৷ কিন্তু বিজেপি নেতৃত্ব চেম্বারটি ছাড়তে নারাজ । বুধবার সম্পূর্ণ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার রায় । অন্যদিকে এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "ওই ঘরটি রেলের জায়গায় অবস্থিত। প্রশান্তবাবু নাকি কোনওদিন ওখানে চিকিৎসাই করেননি। তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ।"

যদিও এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ বলেন, "প্রশান্ত রায় খুবই ভালো মানুষ । আমরা দেখে এসেছি বিগত 10-12 বছর ধরে তিনি এখানেই চিকিৎসা করতেন ।" রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানান, ওই চিকিৎসক যদি সঠিক প্রমাণ দিতে পারেন তাহলে তিনি তাঁর দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়া হবে । বিজেপি কখনও এই ধরনের নোংরা কাজ করে না ।

আরও পড়ুন :

  1. বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী; দায়ের এফআইআর
  2. দেওয়াল তুমি কার ! দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ; পলাতক মালিক

ABOUT THE AUTHOR

...view details