বালুরঘাট, 17 ডিসেম্বর:ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে দাউদপুর এলাকা ৷ ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ সীমান্ত থেকে যে কিছুটা জায়গা পড়ে থাকে সেখানে সোমবার সকালে আগুন লাগিয়ে দেন বাংলাদেশিরা ৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷ যদিও পুলিশ প্রশাসনের তরফেও একথা জানানো হয়েছে ৷
ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জঙ্গলঘেরা ওই এলাকায় দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এদিন ৷ পরিস্থিতি বেগতিক হওয়ার আগে বিএসএফ অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-এলে পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় ৷ একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের 150 মিটার ছেড়ে রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। ওই অঞ্চলে স্থানীয়রা চাষাবাদ করেন ৷
কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগুন (ইটিভি ভারত) কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডের ওই আগুন ওপার বাংলার মানুষরাই লাগিয়েছেন বলে জানান স্থানীয়রা ৷ যদিও আজ আগুন ছড়িয়ে পড়া রুখতে, তৎপর হতে দেখা গিয়েছে বিএসএফকে। ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ ও দমকলও ৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আগুন কীভাবে লাগানো হয়েছে তা সঠিক জানা না-গেলেও, গ্রামবাসীদের অভিযোগ, একাজ বাংলাদেশিদেরই ৷
জঙ্গলে আগুন লাগার কারণে তা ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে (নিজস্ব ছবি) এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে রয়েছে দাউদপুর সীমান্ত। বাংলাদেশিরা আগুন লাগানোর চেষ্টা করছে ভারতীয় ভূখণ্ডে। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয় ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ এলাকায় নজর রাখা হয়েছে ৷ সেই সঙ্গে বিএসএফকে নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে।