পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়দায় নাবালিকাকে যৌন নিগ্রহ-কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মাকে বেধড়ক মার! কাঠগড়ায় তৃণমূল নেতা - SEXUAL HARASSMENT OF MINOR GIRL

খড়দায় নাবালিকাকে যৌন নিগ্রহ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হল নিগৃহীতার মাকে । অভিযোগের তির তৃণমূল নেতার দিকে ।

ETV BHARAT
খড়দায় নাবালিকাকে যৌন নিগ্রহ-কুপ্রস্তাব, প্রতিবাদ করায় বেধড়ক মার মাকে ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 5:43 PM IST

খড়দা, 23 ফেব্রুয়ারি: খড়দায় নাবালিকাকে যৌন নিগ্রহ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । উঠেছে নাবালিকার মাকে অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগও । যার প্রতিবাদ করলে ওই তৃণমূল নেতার হাতে মহিলাকে আক্রান্ত হতে হয় বলেও অভিযোগ ।

অভিযোগ, তাঁর ভাড়া বাড়িতে চড়াও হয়ে দলবল নিয়ে এসে প্রকাশ্যে প্রতিবাদী মহিলাকে মারধর করা হয় । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা রাজু পেয়াদার বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । যদিও ওই তৃণমূল নেতার পরিবারের দাবি, "ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে ।"

জানা গিয়েছে, খড়দা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সারদাপল্লিতে ওই তৃণমূল নেতার বাড়িতে এক সময় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মহিলা । সেই ভাড়া বাড়িতেই তাঁর নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহ ও কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ । মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামীর অনুপস্থিতিতে মাঝে মধ্যেই বাড়ির মালিক রাজু পেয়াদা তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে অভব্য আচরণ করতেন । দিতেন কুপ্রস্তাবও । না শুনলে স্কুলে যাওয়ার পথে দলবল লেলিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিতেন । বারবার বারণ করা সত্ত্বেও তৃণমূল নেতা তাঁর অভব্যতা চালিয়ে যেতেন ।

তিনি অভিযোগপত্রে আরও জানিয়েছেন, দিন কয়েক আগে তাঁর অনুপস্থিতিতে নাবালিকা মেয়েকে টেনে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তৃণমূল নেতা । সেই সময় তাঁর মেয়ের বুকেও হাত দেন তিনি । এরপর বাড়ি ফিরে তিনি নাবালিকা মেয়ের কাছ থেকে গোটা ঘটনাটি জানতে পারেন ।

এদিকে, তৃণমূল নেতার অভব‍্যতা তাঁর পরিবারকে জানালে প্রতিবাদ না করে উলটে নির্যাতিতার পরিবারকেই ভাড়া ঘর ছেড়ে দেওয়ার উপদেশ দেন তাঁরা । সেই মতো নির্যাতিতার পরিবার সেখানকার ঘর ছেড়ে ভাড়াটিয়া হিসেবে চলে আসেন খড়দার বন্দিপুরে । সেখানেই থাকতে শুরু করেছিলেন তাঁরা । কিন্তু, তাতেও ওই তৃণমূল নেতা শোধরাননি বলে অভিযোগ । জানা গিয়েছে, শনিবার রাতে দলবল নিয়ে এসে বন্দিপুরের ভাড়া বাড়িতে আচমকাই চড়াও হন তিনি । মহিলার উদ্দেশে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ । যার প্রতিবাদ করেন তিনি ।

অভিযোগ, এরপরই তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন ওই তৃণমূল নেতা । মহিলার পরনের পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ।পরে, চিৎকার চেঁচামেচিতে সেখানে থেকে পালিয়ে যান অভিযুক্ত তৃণমূল নেতা । রাতেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত মহিলা । দায়ের করা হয় অভিযোগও । তবে, ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও ওই তৃণমূল নেতা গ্রেফতার হয়নি । পুলিশের দাবি, 'ঘটনার পর থেকে তিনি পলাতক ।'

এই বিষয়ে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, "অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । কাউকেই রেয়াত করা হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details