পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

9 বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক - নাবালিকাকে ধর্ষণ

minor girl rape ranaghat: বাড়ির পাশে মাঠে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল নির্যাতিতা ওই নাবালিকা। খেলা শেষে অন্যারা চলে গেলেও নাবালিকা বাড়ি ফেরেনি। পরে পরিবার এবং প্রতিবেশীরা পুকুর ধার থেকে তাকে উদ্ধার করে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 10:07 PM IST

রানাঘাট, 18 ফেব্রুয়ারি: 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ বছর 24-এর ওই যুবক খেলার আছিলায় ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ ঘটনাটি রানাঘাট থানা এলাকায় ঘটেছে ৷ অভিযোগের ভিত্তিতে পরে ওই যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে বাড়ির পাশের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নির্যাতিতা। খেলা শেষে অন্য বাচ্চারা বাড়ি চলে যায়। নাবালিকা বাড়ি ফেরেনি। পরে অন্যদের থেকে জানা যায় খেলার সময় প্রতিবেশী এক যুবক ওই নাবালিকাকে খেলার মাঠের পাশে পুকুর ধারে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে পরিবার এবং প্রতিবেশীরা ছুটে যায়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে গিয়েই তাদের মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর পর সুস্থ হলে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতাল সূত্রে খবর পেয়ে যায় পুলিশ। এরপর একটু দূরে জঙ্গলের মধ্যে থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পরিবারের তরফ থেকে ওই যুবকের বিরুদ্ধে রানাঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের লোকেরা। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ ৷

ওই নাবালিকার আত্মীয় এবং প্রতিবেশীরা জানিয়েছেন, ওই অভিযুক্ত এর আগেও এলাকার একাধিক মহিলাকে বিভিন্ন কটুক্তি করেছে। যার জেরে কার্যত ওই যুবকের ভয়ে দিন কাটাতে হত এলাকার মহিলাদের। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্যকেও জানানো হয়েছিল বলে জানান প্রতিবেশীরা। ওই নাবালিকার পরিবার এবং প্রতিবেশীরা চাইছেন প্রশাসন যাতে ওই যুবকের কঠোর শাস্তির ব্যবস্থা করে ৷

আরও পড়ুন

মারাত্মক রাগ থেকেই কি শিশুকে খুন ? হুগলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে

মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details