পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ 'চুরি'র অভিযোগ - GHATAL POWER THEFT

তৃণমূল নেতার বিরুদ্ধে বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগও করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য ৷ সাধারণ সভা ডেকে মীমাংসা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান ৷

GHATAL POWER THEFT
বিদ্যুৎ চুরির অভিযোগ তৃণমূল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 4:00 PM IST

ঘাটাল, 22 ফেব্রুয়ারি:সরকারি দফতরের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কৃষি জমিতে সেচের জলের ব্যবহারের অভিযোগ ৷ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির পঞ্চায়েত সদস্য ৷ এমনকী, তৃণমূল নেতার বিরুদ্ধে বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগও করেছেন বিজেপির নেতা ৷ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় ৷

অভিযোগ, মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান জয়দেব দোলই গ্রাম পঞ্চায়েতের বর্জ্য পদার্থ নিষ্কাশন দফতরের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে পাম্প চালিয়ে মাঝে মধ্যেই এলাকার কৃষকদের কৃষি জমিতে জল দিচ্ছেন । রাতের অন্ধকারে পাম্প চালিয়ে জল দেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপির এক পঞ্চায়েত সদস্য পিন্টু দোলই । পুরো বিষয়টি তিনি মোবাইলে ভিডিও রেকর্ডিং করেন ৷ পরে সেই ভিডিও-সহ লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ।

বিদ্যুৎ 'চুরি' করে জমিতে জল দেওয়ার অভিযোগ, (ইটিভি ভারত)

ঘটনা প্রসঙ্গে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাঁটি ক্যামেরার সামনে কিছু না বললেও পরে তিনি জানিয়েছেন, এই বিদ্যুৎ নেওয়ার বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তাঁকে কিছু জানাননি । তবে লিখিত অভিযোগ পেয়েছেন বিরোধীদের তরফে । তিনি আরও জানান, এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে দ্রুত একটি সাধারণ সভা ডাকা হবে ৷ সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে । অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা জয়দেব দোলই বলেন, "বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানিয়ে অনুমতি নিয়েই করেছি ।"

এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর বলেন, "তিন বারের পঞ্চায়েত প্রধান ছিলেন জয়দেব বাবু । তাঁর মানুষের জন্য কাজ করার নেশা রয়েছে । তিনি কৃষকদের স্বার্থে তাঁদের চাষের জন্যই বিদ্যুৎ নিয়ে সেচের জল দিয়েছেন ।"

ঘটনাটি প্রকাশ্যে আসতেই পাল্টা তৃণমূলকে খোঁচা দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি বলেন, "ওঁদের গ্রাম পঞ্চায়েত প্রধান স্বীকার করছেন কোনও অনুমতি নেওয়া হয়নি বিদ্যুতের জন্য ৷ আবার তাদেরই পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি সাফাই দিচ্ছেন জনগণের স্বার্থে বিদ্যুৎ চুরি করেছেন তাঁদের প্রাক্তন প্রধান । এদের কাজটাই চোরের পাশে দাঁড়ানো এবং চুরি করা । যদি সদিচ্ছা থাকে তাহলে ওদের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক ।"

পড়ুন:হাওড়ায় ফের শুটআউট ! গুলিতে জখম ব্যবসায়ী হাসপাতালে; আতঙ্কে শহরবাসী

ABOUT THE AUTHOR

...view details