পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ ! এন্টালির যুবককে বেধড়ক মার - KOLKATA YOUTH BEATEN UP

কালীপুজো, ভাইফোঁটার রেশ কাটার পরও শব্দবাজির তাণ্ডব কলকাতায় ৷ প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারের অভিযোগ ৷

KOLKATA YOUTH BEATEN UP
এন্টালির যুবককে বেধড়ক মার (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 12:31 PM IST

কলকাতা, 4 নভেম্বর: কালীপুজোর রেশ কেটে গিয়েছে ৷ চলে গিয়েছে ভাইফোঁটাও ৷ তারপরও কলকাতায় শব্দবাজির তাণ্ডব অব্যাহত । ঘটনার প্রতিবাদ করায় এক যুবকের উপর চড়াও হল 60 জন দুষ্কৃতী ৷ রবিবার রাত 12টা নাগাদ এন্টালির আনন্দ পালিত ও ছাতুবাবু লেন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অভিযোগ পাওয়ার পরও পদক্ষেপ করতে গড়িমসি করেছে এন্টালি থানার পুলিশ, দাবি পরিবারের ৷ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবাদী যুবকের নাম সায়ন কুন্ডু । তাঁর বাড়ি এন্টালি এলাকায় । অভিযোগ, রবিবার রাত 12টা নাগাদ একের পর এক শব্দবাজী ফাটাচ্ছিল একদল যুবক । ঘটনার প্রতিবাদ জানিয়ে বাড়ির বাইরে এসে অভিযুক্তদের বাজি ফাটাতে নিষেধ করেন সায়ন ৷ তাতেই দু'পক্ষের মধ্য়ে বচসা বেধে যায় ৷ কথা কাটাকাটি হাতাহাতিতে পরিণত হয় ৷

সায়নের অভিযোগ, অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয় এবং বাড়ির বাইরে গালিগালাজ করতে শুরু করে । পুলিশে খবর দেওয়ার কথা বলা হলে, ফোন করে বাকিদের ডেকে পাঠায় অভিযুক্তরা ৷ মুহূর্তের মধ্যে বাইক নিয়ে ঘটনাস্থলে চলে আসে আরও প্রায় 30 জন দুষ্কৃতী । এরপর সায়নকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । ইট তুলে সায়নের মাথায় একাধিক বার মারা হয় । বাড়ির ভিতর থেকে সায়নের মা ও পরিবারের সদস্যরা বাইরে এলে তাঁদেরকেও মারধর করা হয় বলেও অভিযোগ । এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছনোর পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায় ।

ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে । পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ সময় মতো কেন ঘটনাস্থলে পুলিশ এল না ? উঠছে প্রশ্ন ৷ উল্লেখ্য, কালীপুজোর দিন থেকেই শহরে শব্দবাজির তাণ্ডব শুরু হয়েছে ৷ সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপুজোর রাতে দেদার শব্দবাজি ফাটানো হয় শহরের বিভিন্ন প্রান্তে ৷ নিষিদ্ধ শব্দবাজি ফাটানো-সহ একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ প্রায় 300 জনকে গ্রেফতার করেছে ৷

পড়ুন:বেলাগাম শব্দবাজি ! কালীপুজোয় রাতভর ফোন বাজল পরিবেশ কর্মীদের কন্ট্রোল রুমে, গ্রেফতার 256

ABOUT THE AUTHOR

...view details