পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ বলছে 'আমরা জাদুকর?' অগ্নিমিত্রার কটাক্ষ, ধর্ষণে অভিযুক্তরা কি আমেরিকা পালাল - BIHARINATH GANG RAPE CASE

বিহারীনাথ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা ৷ তাদের ধরার জন্য পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন অগ্নিমিত্রা পাল ৷

ETV BHARAT
আন্দোলনে অগ্নিমিত্রা পাল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 2:21 PM IST

আসানসোল, 16 ফেব্রুয়ারি:এখনও ধরা পড়েনি বিহারীনাথ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তরা । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে । কিন্তু তাঁরা কোথায় সে বিষয়ে এখনও কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ । গতকাল রাত পর্যন্ত বিক্ষোভে রাস্তায় বসেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । আর সেখানেই পুলিশের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ বাদানুবাদ হয় ।

পুলিশের কাছ থেকে চূড়ান্ত সময়সীমা চেয়েছিলেন অগ্নিমিত্রা । কবে অভিযুক্তদের গ্রেফতার করা হবে তা জানতে চান তিনি । তিনদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে পুনরায় তিনি আন্দোলনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুর বক্তব্য, "তিনদিন নাকি একদিন ওভাবে বলা যাবে না । আমি কি জাদুকর ? আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি ।"

বিহারীনাথ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা (নিজস্ব ভিডিয়ো)

গত ভালেন্টাইন্স ডে-তে বন্ধুদের সঙ্গে বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন দুর্গাপুরের এক যুবতী । আসানসোলে মামাবাড়িতে থেকে আসানসোল গার্লস কলেজে পড়াশোনা করতেন তিনি। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল । ক্রমেই বন্ধু হয়ে ওঠেন তাঁরা । ওই যুবকের বাড়ি আসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকায় । ওই যুবক যুবতীকে টোপ দেন বিহারীনাথ পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য । আসানসোল থেকে মামাতো বোন ও ওই যুবকের সঙ্গে বিহারীনাথ পাহাড়ে যান ওই যুবতী ।

সূত্র থেকে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে তাঁর তিন বন্ধুও ছিল । বিহারীনাথ পাহাড়ে ওই যুবতীকে ফুঁসলিয়ে একটি লজে নিয়ে যান অভিযুক্ত যুবক। তারপরই মাদক খাইয়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ওই যুবতীর পরিবার গণধর্ষণের অভিযোগ করেছে । আসানসোল দক্ষিণ থানায় দুই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত যুবক এবং তাঁর তিন বন্ধু পলাতক । রবিবার সকাল পর্যন্ত তাঁদের কোনও সূত্র পায়নি পুলিশ ।

অন্যদিকে, শনিবার রাত পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে বসেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল । আর সেখানেই আসানসোল দক্ষিণ থানার পুলিশের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু অগ্নিমিত্রাকে অবরোধ তুলে নিয়ে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন । কিন্তু অগ্নিমিত্রা পাল পুলিশের কাছে চূড়ান্ত সময় চান, অভিযুক্তদের কবে ধরা হবে । তিনি তিনদিনের সময় দেন পুলিশকে । তা শুনে দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু জানান, "আমি কি যাদুকর ? আমি চেষ্টা করছি । সেটা একদিনও হতে পারে আবার তিনদিনও হতে পারে ।"

অগ্নিমিত্রা পাল বলেন, "যদি একদিনের মধ্যে আপনি ওদেরকে গ্রেফতার করতে পারেন তাহলে আপনাকে সম্বর্ধনা দেব । যদি দুদিন বা তিনদিনের মধ্যেও গ্রেফতার করতে পারেন, তাহলেও আপনাকে সম্বর্ধনা দেব ৷ কিন্তু যদি তিনদিনের পর যদি না ধরতে পারেন তাহলে এবার আগুন জ্বলবে ।"

অন্য আরেক পুলিশ আধিকারিক, আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোস্টের আইসি শীতল নাগ অগ্নিমিত্রা পালকে বোঝাতে চান যদি অভিযুক্তরা অন্য রাজ্য, দিল্লি কিংবা কাশ্মীর পালিয়ে গিয়ে থাকে, তাহলে সে ক্ষেত্রে তাঁদের কাছে পৌঁছতে সময় লাগবে । অগ্নিমিত্রা পাল তখন কটাক্ষ করে বলেন, "'তাহলে কি আপনারা বলতে চাইছেন অভিযুক্তরা আমেরিকা চলে গিয়েছে, ট্রাম্পের সঙ্গে দেখা করতে ?"

এই কথা শুনে পুলিশ ও আন্দোলনকারীরাও হেসে ফেলেন । মশকরা করলেও অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, অভিযুক্তরা গ্রেফতার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তিনি । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, "অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details