আসানসোল, 16 ফেব্রুয়ারি:এখনও ধরা পড়েনি বিহারীনাথ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তরা । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে । কিন্তু তাঁরা কোথায় সে বিষয়ে এখনও কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ । গতকাল রাত পর্যন্ত বিক্ষোভে রাস্তায় বসেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । আর সেখানেই পুলিশের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ বাদানুবাদ হয় ।
পুলিশের কাছ থেকে চূড়ান্ত সময়সীমা চেয়েছিলেন অগ্নিমিত্রা । কবে অভিযুক্তদের গ্রেফতার করা হবে তা জানতে চান তিনি । তিনদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে পুনরায় তিনি আন্দোলনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুর বক্তব্য, "তিনদিন নাকি একদিন ওভাবে বলা যাবে না । আমি কি জাদুকর ? আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি ।"
গত ভালেন্টাইন্স ডে-তে বন্ধুদের সঙ্গে বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন দুর্গাপুরের এক যুবতী । আসানসোলে মামাবাড়িতে থেকে আসানসোল গার্লস কলেজে পড়াশোনা করতেন তিনি। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল । ক্রমেই বন্ধু হয়ে ওঠেন তাঁরা । ওই যুবকের বাড়ি আসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকায় । ওই যুবক যুবতীকে টোপ দেন বিহারীনাথ পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য । আসানসোল থেকে মামাতো বোন ও ওই যুবকের সঙ্গে বিহারীনাথ পাহাড়ে যান ওই যুবতী ।
সূত্র থেকে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে তাঁর তিন বন্ধুও ছিল । বিহারীনাথ পাহাড়ে ওই যুবতীকে ফুঁসলিয়ে একটি লজে নিয়ে যান অভিযুক্ত যুবক। তারপরই মাদক খাইয়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ওই যুবতীর পরিবার গণধর্ষণের অভিযোগ করেছে । আসানসোল দক্ষিণ থানায় দুই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত যুবক এবং তাঁর তিন বন্ধু পলাতক । রবিবার সকাল পর্যন্ত তাঁদের কোনও সূত্র পায়নি পুলিশ ।