দুর্গাপুর, 28 এপ্রিল:ছাত্রমৃত্যুর জেরে উত্তাল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)৷ অধিকর্তা অরবিন্দ চৌবেকে এনআইটির গেটের বাইরে কার্যত টেনে হিঁচড়ে বের করলেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা । তাঁদের অভিযোগ, অর্পণ ঘোষকে (20) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরও তিনি অনেকক্ষণ বেঁচে ছিলেন । কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না বলে তাঁকে দীর্ঘ 20 মিনিট বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে । উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্ররা প্রতিষ্ঠানের অধিকর্তা অরবিন্দ চৌবেকে এই মৃত্যুর জন্য দায়ী করে তাঁর অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে ।
অভিযোগ, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে বুনিয়াদি সুযোগ সুবিধা থেকে পড়ুয়াদের বঞ্চিত করেছেন বর্তমান অধিকর্তা । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অধিকর্তা । ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এনআইটি ক্যাম্পাসে । মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষ হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ৷ সূত্র মারফত জানা গিয়েছে, এই ছাত্রের দুটি বিষয়ে ব্যাক লগ ছিল । যার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন ।