পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থাপ্পড়ের পর এবার জুতোর বাড়ি খেলেন সন্দীপ ঘোষ - RG Kar Corruption - RG KAR CORRUPTION

RG Kar Corruption: প্রথমদিন আদালত থেকে বের হওয়ার সময় থাপ্পড় খেয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ দ্বিতীয় দিন সন্দীপকে উদ্দেশ্য করে জুতো ছোড়া হল ৷ মঙ্গলবার আলিপুর আদালত চত্বরে ঘটনাটি ঘটে ৷

SANDIP GHOSH
সন্দীপ ঘোষ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 4:27 PM IST

Updated : Sep 10, 2024, 7:06 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: প্রথমদিন আদালত থেকে বের হওয়ার সময় থাপ্পড় খেয়েছিলেন সন্দীপ ঘোষ ৷ দ্বিতীয় দিন তাঁকে উদ্দেশ্য করে জুতো ছোড়া হল ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুর আদালত চত্বরে ৷

থাপ্পড়ের পর এবার জুতোর বাড়ি খেলেন সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)

গত 2 সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই ৷ আরজি করে দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরদিন, 3 সেপ্টেম্বর আলিপুর আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষকে পেশ করা হয় ৷ তাঁকে আটদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয় ৷ আদালত থেকে যখন বের করা হচ্ছে সন্দীপকে, সেই সময়ই তাঁকে থাপ্পড় মারেন এক ব্যক্তি ৷

সেই নিয়ে হইচই পড়ে যায় ৷ মঙ্গলবার হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আবার আদালতে পেশ করা হয় ৷ এ দিন সন্দীপ ঘোষকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয় ৷ ঠিক সেই সময়ই সন্দীপ ঘোষের উদ্দেশ্যে জুতো ছোড়েন এক ব্যক্তি ৷ জুতো হাতে প্রিজন ভ্যানেই মারতে দেখা যায় তাঁকে ৷ আদালত চত্বর থেকে প্রিজন ভ্যান বেরিয়ে যাওয়ার সময়ও ব্যক্তিকে পিছন পিছন ছুটতে দেখা যায়৷ অনেককে চোর চোর স্লোগানও দিতে দেখা যায় ৷

পাশাপাশি এ দিন আদালত চত্বরে বিক্ষোভও হয়৷ আইনজীবী থেকে সাধারণ মানুষ সকলেই সেই বিক্ষোভে সামিল হন ৷ সন্দীপ ঘোষকে যখন পেশ করা হয় বা তাঁকে যখন বের করা হয়, সেই সময় বিক্ষোভকারীদের একটা স্বর শোনা গিয়েছে ৷ তা হল - জাস্টিস ফর আরজি কর ৷

এ দিন আদালত সন্দীপ ঘোষকে 13 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ আগামী 23 সেপ্টেম্বর তাঁকে আবার পেশ করা হবে আদালতে ৷ ফলে সেদিন আদালত চত্বরের নিরাপত্তা যে বৃদ্ধি করা হবে, তা বলাই বাহুল্য ৷

Last Updated : Sep 10, 2024, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details