মালদা, 29 সেপ্টেম্বর:পুজোর আগেই আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মানিকচকের বন্যা পরিস্থিতি । সেই আশঙ্কার কথা মাথায় রেখে মানিকচক ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । স্থানীয় বিধায়ককে নিয়ে জরুরি ভিত্তিতে শনিবার গভীর রাতে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা । জরুরি ভিত্তিতে দুর্গতদের নিরাপদ স্থানে চলে আসার জন্য শুরু করা হয়েছে মাইকিংও । প্রশাসনের নির্দেশ মতো নিরাপদ স্থানে আসতে শুরু করেছেন দুর্গতরা ।
এক মাসেরও বেশি সময় ধরে বন্যা পরিস্থিতি ভূতনি-সহ মানিকচক ব্লকের একাধিক এলাকায় । সেচ দফতরের তথ্য অনুযায়ী, রবিবার সকালেও গঙ্গা বিপদসীমার (বিপদসীমা- 24.69 মিটার) 0.25 মিটার উপর দিয়ে বইছিল । এরই মধ্যে কোশী ও গণ্ডক নদী থেকে জল ছাড়ার কারণে ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন । গতকাল গভীর রাতে এ নিয়ে মানিকচক ব্লকে বৈঠক করেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র-সহ অন্যান্য আধিকারিকরা ।