কলকাতা, 28 অগস্ট: আরজি করে কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী ও শাসকদলের পদক্ষেপেরও কড়া নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
বুধবার মহাজাতি সদনে কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অধীর বলেন, ‘‘দিদিমণি আপনি কোথাও দু’লক্ষ টাকা অফার করেন ৷ কোথাও পাঁচ লক্ষ টাকা অফার করেন । দিদিমণি আপনি বরং মাংসের দোকান খুলুন ৷ দাম আপনি ঠিক করে নিন-বাংলার মা-বোনদের কার কত দাম দেবেন !’’ তবে অধীরের দাবি, আরজি কর কাণ্ডে মমতাও বিপাকে পড়েছেন বলে । তাঁর কথায়, ‘‘এখন দিদি নিজে ফেঁসে গিয়েছেন । তাই ফাঁসির কথা বলছেন । এখন চিকিৎসকদের ফতোয়া জারি করে বলছেন আন্দোলন করা যাবে না ।’’
ছাত্র পরিষদের মঞ্চ থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অধীর ৷ তৃণমূল-বিজেপি বাইনারির রাজনীতি করছে বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, ‘‘এখন একটা নাটক চলছে ৷ বাংলা শুধু নয়, এই ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছে । নবান্ন অভিযানের সময় গাজা-ইজরায়েলের মতো ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ দিদি চায়, এই বাংলার রাজনীতিতে একদিকে তৃণমূল থাক আর একদিকে বিজেপি থাক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা বিভাজনের রাজনীতিতে । বিজেপির সুবিধা বিভাজনের রাজনীতি নিয়ে । তার একটা নারেটিভ তৈরি করার চেষ্টা করছে দু’দল ৷