পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচমকাই মুকুলের বাড়িতে অধীর, নয়া গুঞ্জন রাজনীতির অন্দরে - LOK SABHA ELECTION 2024

Adhir Meets Mukul at his home: মুকুল রায়ের বাড়ি গিয়ে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ রাজনৈতিক বিষয় নয়, সৌজন্য সাক্ষাৎ বলে মুকুলের মত ছেলে শুভ্রাংশু রায়ের ৷

Etv Bharat
মুকুলের বাড়িতে অধীর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 11:08 PM IST

ব‍্যারাকপুর, 16 মে: দোরগোড়ায় পঞ্চম দফার লোকসভা নির্বাচন ৷ জোরকদমে চলছে প্রচার ৷ বৃহস্পতিবার রাতে ব‍্যারাকপুরের বাম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার কলেজ মোড়ে নির্বাচনী সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সভাশেষে আচমকাই মুকুল রায়ের বাড়িতে হাজির হন কংগ্রেস নেতা ।

এই সাক্ষাৎকে শুধু সৌজন্য হিসেবেই বর্ণনা করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ফোনে এই বিষয়ে শুভ্রাংশু রায় বলেন, "বাবা খুবই অসুস্থ। তাই বাবার শরীরের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন অধীর চৌধুরী। আমি তখন কলকাতায় ছিলাম। দুজনে আগে একসঙ্গে কংগ্রেস করতেন। পরে বাবা তৃণমূলে গেলেও সম্পর্ক সম্পর্কের জায়গায় রয়েছে। অন্যান্য অনেক দলের নেতারাই বাবাকে দেখতে আসেন। এলাকার মানুষও প্রতিদিনই এসে খোঁজ নেন। সৌজন্য বজায় রেখে অধীরদা এসেছেন!" এনিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে, তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, রাজনীতির বিষয় নয়। মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তিনি তাঁর বাড়িতে গিয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই একদা তৃণমূলের চাণক্য বলে পরিচিত মুকুল রায় অসুস্থ। অসুস্থতার জেরে তিনি রাজনীতি থেকেও নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। সেভাবে এখন আর তাঁকে প্রকাশ্যে দেখাও যায় না। এর আগে তৃণমূলে থাকাকালীন এবং বিজেপি দলের প্রার্থী হওয়ার পর অর্জুন সিং দু-দুবার মুকুল রায়ের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। এমনকী, মুকুলের পা ছু়ঁয়ে আশীর্বাদও নিতে দেখা দিয়েছিল এই 'বাহুবলী' নেতাকে। বাদ যাননি নৈহাটির বিধায়ক ও রাজ‍্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। তিনিও মুকুলের কাঁচরাপাড়ার 'যুগল রেখা'-র বাড়িতে গিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে জল্পনা বেড়েছে ব‍্যারাকপুরের রাজনীতিতে।

আরও পড়ুন

  1. শেষ মুহূর্তে 'ক্ষতে প্রলেপ', সায়রার সমর্থনে প্রদীপের নেতৃত্বে দক্ষিণ কলকাতায় ঐক্যবদ্ধ কংগ্রেস
  2. নিরাপত্তারক্ষীর গলায় হাঁসুয়া ধরল দুষ্কৃতীরা, রহড়ার স্কুলে বেনজির তাণ্ডব
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details