ব্যারাকপুর, 16 মে: দোরগোড়ায় পঞ্চম দফার লোকসভা নির্বাচন ৷ জোরকদমে চলছে প্রচার ৷ বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের বাম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার কলেজ মোড়ে নির্বাচনী সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সভাশেষে আচমকাই মুকুল রায়ের বাড়িতে হাজির হন কংগ্রেস নেতা ।
এই সাক্ষাৎকে শুধু সৌজন্য হিসেবেই বর্ণনা করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ফোনে এই বিষয়ে শুভ্রাংশু রায় বলেন, "বাবা খুবই অসুস্থ। তাই বাবার শরীরের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন অধীর চৌধুরী। আমি তখন কলকাতায় ছিলাম। দুজনে আগে একসঙ্গে কংগ্রেস করতেন। পরে বাবা তৃণমূলে গেলেও সম্পর্ক সম্পর্কের জায়গায় রয়েছে। অন্যান্য অনেক দলের নেতারাই বাবাকে দেখতে আসেন। এলাকার মানুষও প্রতিদিনই এসে খোঁজ নেন। সৌজন্য বজায় রেখে অধীরদা এসেছেন!" এনিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে, তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, রাজনীতির বিষয় নয়। মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তিনি তাঁর বাড়িতে গিয়েছিলেন।