ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন পাঁচ বারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir Submitted Nomination File: পাঁচবার জিতে এসেছেন নিজের কেন্দ্র বহরমপুর থেকে ৷ চলতি লোকসভা নির্বাচনে ষষ্ঠবারের মতো মনোনয়ন জমা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷

Adhir Ranjan Chowdhury
মনোনয়ন জমা দিলেন অধীর চৌধুরী ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 3:31 PM IST

বহরমপুর, 24 এপ্রিল: বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ ষষ্ঠ বারের জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর মনোনয়ন পত্র দাখিলের মিছিলে হাঁটলেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থক। ষষ্ঠবারের মতো অধীরের নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে মিছিলে জনজোয়ার দেখা যায় ৷

সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "বাম-কংগ্রেস এবার একাট্টা হয়ে ময়দানে নেমেছে। মুর্শিদাবাদ জেলায় আমরা তিনটি আসনেই জিতছি ।" অধীর গড়ে কংগ্রেস সমর্থিত সিপিএমের রাজ্য সম্পাদক তথা জোট প্রার্থী মহম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ছেন। সেলিমের মনোনয়ন পত্র দাখিলের দিন সিপিএম প্রার্থীর পাশে হাঁটতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। শুধু সেলিমের হাত ধরে পাশে হাঁটা নয়, সেদিন অধীর চৌধুরীর গলায় কাস্তে হাতুড়ি আঁকা সিপিএমের উত্তরীয় রাজনৈতিক মহলের নজর কেড়েছিল।

কিন্তু সেই প্রশ্নে পাত্তাই দিতে চাননি বহরমপুর লোকসভার পাঁচবারের সাংসদ। এদিন অধীরের গলায় শুরু থেকে কংগ্রেসের উত্তরীয়ও ছিল না। প্রশাসনিক ভবনে ঢোকার আগে এক অধীর অনুগামী প্রিয় মানুষকে উত্তরীয় পড়িয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অধীরের পাশে দেখা যায়নি মহম্মদ সেলিমকে। তবে মীনাক্ষী-সহ সিপিএমের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব অধীরের পাশে ছিলেন। সিপিএম সূত্রে খবর মহম্মদ সেলিম এদিনের মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে থাকতে চেয়েছিলেন। কিন্তু 7 তারিখ তৃতীয় দফায় মুর্শিদাবাদ কেন্দ্রে নির্বাচন। তাই মহম্মদ সেলিমকে প্রচারে থাকতে অনুরোধ করেন অধীর।

এদিন বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে হেঁটে জেলা প্রশাসনিক ভবনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর আগে পরপর পাঁচ বার এই কেন্দ্র থেকে হাত চিহ্নে মনোনয়ন পত্র দাখিল করে পাঁচবারই জিতেছিলেন। এবারও জয় নিয়ে তিনি আশাবাদী । এই কেন্দ্র থেকে অধীর চৌধুরীর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের ইউসুফ পাঠান ও বিজেপির নির্মল সাহা গত সোমবার একইসঙ্গে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details