পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের - অধীর চৌধুরী

Adhir Slams TMC on Bharat Jodo Nyay Yatra Issue: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষে সভার অনুমতি নিয়ে সংশয় ও তার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর চৌধুরী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 9:11 AM IST

শিলিগুড়ি, 28 জানুয়ারি: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় সভার অনুমতি দেওয়া নিয়ে সংশয় ও পোস্টার ছেঁড়ার ঘটনায় রাজ্য সরকারকে দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ প্রশ্ন তুললেন রাজনৈতিক অ-সৌজন্যতা নিয়ে ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । সেখান থেকে রোড-শো করে তিনি পৌঁছবেন শিলিগুড়িতে । বিকেলে শিলিগুড়ির থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পথসভা করবেন । সেখান থেকে ফের রোড-শো করে সোনারপুর চলে যাবেন । রাত্রিবাস করবেন সেখানেই । আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ থেকে চারদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন ৷ আর এইদিনই সকাল সাড়ে 11টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাহুল গান্ধি ৷

এদিকে কোচবিহার ও জলপাইগুড়িতে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । সেই নিয়েই সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী । ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, "কোচবিহার থেকে প্রতিবন্ধকতা শুরু হয়েছে । এটা সাধারণ যাত্রা । যার মধ্যে কোনও হিংসা নেই ৷ পশ্চিমবঙ্গের বর্তমানে যেমন পরিচয় সেই পরিচয়কে সাক্ষী রেখেই রাহুল গান্ধির বারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছিঁড়ছে, কর্মীদের মারধোর করছে ৷ যাতে ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায় ৷ এর থেকে নিন্দার আর কিছু হতে পারে না । বাংলার সরকারকে একটা কথাই বলব, আমাদের সঙ্গে যা কিছু করার আপনারা করে নিন ৷ কিন্তু রাহুল গান্ধি এই মুহূর্তে বাংলার অতিথি ৷ ভারত জোড়ো ন্যায় যাত্রায় যদি কোন বিরোধিতা থাকে তাহলে সেটা খুলে বলুন ৷ রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে কিন্তু তার নামে এবাবে পোস্টার ছেঁড়া ও সভার অনুমতি দেওয়া নিয়ে সংশয় রাজনৈতিক অসভ্যতা করা হচ্ছে ৷"

তবে 31 জানুয়ারি মালদায় মুখ্যমন্ত্রীর সভার দিনই রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছবে মালদায় ৷ সেই দিন রাহুল গান্ধিকে সভার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ তবে লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোটের এই দুই প্রধান মুখ একে অপরের সঙ্গে দেখা করেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে অধীর চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একে অপরের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ তাতেই প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ৷ অনেকেই জোটে ভাঙনের ইঙ্গিত দিয়েছিলেন ৷ এবার রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব ফের সামনে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :

  1. অধীর চৌধুরীর মতো বিজেপির দালাল পশ্চিমবাংলায় আর নেই ! কটাক্ষ কল্যাণের
  2. রাহুলের জন্য তিস্তার বোরোলি মাছের ঝোল-সহ 14 রকমের খাবারের আয়োজন জলপাইগুড়িতে
  3. একই দিনে উত্তরবঙ্গে মমতা-রাহুলের সভা, ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়

ABOUT THE AUTHOR

...view details