পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বিশেষ উদ্যোগ অভিনেত্রীর, সম্মান জানালেন বনকর্মীদের - World Environment Day 2024 - WORLD ENVIRONMENT DAY 2024

World Environment Day: অরণ্য রক্ষার দায়িত্বে যাঁরা থাকেন, তাঁদের সম্মান জানালেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা ৷ বিশ্ব পরিবেশ দিবসের আগে কেন এহেন ভাবনা অভিনেত্রীর ?

World Environment Day
পোস্টকার্ড হাতে অভিনেত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 8:38 PM IST

কলকাতা, 28 মে: পোস্টকার্ডে আঁকা অরণ্য ও বন্যপ্রাণীর ছবি ৷ এর মাধ্যমেই আসন্ন বিশ্ব পরিবেশ দিবসে বাংলার বন দফতরের আধিকারিকদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা ।

5 জুন সারা পৃথিবীর শতাধিক দেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস ৷ একটু অন্যভাবে দিনটিকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা । পরিবেশ বাঁচাতে যাঁরা নিবেদিত প্রাণ, সেই বনকর্মী এবং বনাধিকারিকদের আসন্ন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে ছবি আঁকা পোস্টকার্ডে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী তথা সমাজকর্মী সঙ্গীতা সিনহা । অভিনয়ের পাশাপাশি ছোটদের নিয়ে সারা বছর নানা রকমের কাজ করেন তিনি । তবে এই ভাবনা একেবারে অন্যরকম ।‌ পোস্টকার্ডে পশ্চিমবঙ্গের বিভিন্ন ফরেস্ট অফিসার, বনকর্মীদের তাঁদের কাজের স্বীকৃতি দিয়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন সঙ্গীতা । পোস্টকার্ডে আঁকা বন্যপ্রাণী, পাহাড়, নদী, গাছ, পাখির ছবি, যা প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন এই বনকর্মীরা । ছবি এঁকেছেন তরুণ শিল্পী অতনু রায় ।

  • প্লাস্টিক দূষণ মারাত্মক প্রভাব ফেলতে পারে প্রজনন ক্ষমতায়

এই উদ্যোগ নিয়ে সঙ্গীতার বক্তব্য, "আমি পাহাড়ে ঘুরতে যেতে খুব ভালোবাসি । কিন্তু আমিও দেখেছি, অনেকভাবেই পাহাড়ের পরিবেশ পর্যটকদের একাংশ দ্বারা বিঘ্নিত । যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট, খালি জলের বোতল, চিপসের প্যাকেট ফেলে দেন । যাঁরা অবৈধভাবে গাছ কাটে, বন্যপ্রাণীর ক্ষতি করেন, সে সবের জন্য বনকর্মীরা সদা সতর্ক থেকে বনের রক্ষণাবেক্ষণ করেন । এমনিতেই গরমে মানুষ নাজেহাল । গ্লোবাল ওয়ার্মিংয়ের দায়ে গোটা পৃথিবী কাহিল । এখন আরও গাছ লাগানোর দরকার । কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অরণ্যের কোনও বিকল্প হতে পারে না । তাই এই উদ্যোগ নিলাম যাতে সকলেই সমাজের এই বন্ধুদের কাজের গুরুত্ব বোঝেন এবং ওনাদের কাজের সম্মান করেন । ছবি আঁকা পোস্টকার্ডে ওদের ধন্যবাদ জানিয়ে খুব ভালো লাগছে । এই শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই ওঁদেরও ভালো লাগবে ।"

ABOUT THE AUTHOR

...view details