পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেব ভক্তদের বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ জিনিয়া-শিবপ্রসাদ - SHIBOPROSAD MUKHERJEE

অভিনেতা দেবের ভক্তরা পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন-কে হুমকি সোশাল মিডিয়ায় ৷ পুলিশের দ্বারস্থ তারকা দম্পতি ৷

SHIBOPROSAD MUKHERJEE
দেব ভক্তদের বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ জিনিয়া-শিবপ্রসাদ (সংগৃহীত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 6:10 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: দেবের ভক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগ নিয়ে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন ৷ ইটিভি ভারত-এর সঙ্গে কাহিনিকার-চিত্রনাট্যকার জিনিয়া সেনের যখন কথা হয়, তখন তিনি জানান যে রবীন্দ্র সরোবর থানায় এই নিয়ে অভিযোগ জানাতে চলেছেন ৷

তিনি বলেন, ‘‘পুলিশ-প্রশাসনের উপর আমাদের আস্থা আছে । আমরা লালবাজার সাইবার ক্রাইমে ইতিমধ্যেই জানিয়েছি । এবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানাতে যাচ্ছি ।"

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন (সংগৃহীত)

উল্লেখ্য, সম্প্রতি সোশাল মিডিয়ায় হুমকি মুখে পড়েন ‘বহুরূপী’র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ অভিনেতা দেবের ভক্তরা তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পালটা সরব হন কাহিনিকার-চিত্রনাট্যকার তথা শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন ৷ গত সোমবার তিনি এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

সেখানে তিনি লেখেন, ‘‘সোশাল মিডিয়াতে ফ্যান ক্লাবের উপদ্রব ও হুমকি জীবনের একটি অংশ ।’’ সেই ‘অন্তহীন’ ট্রোলিং উপেক্ষা করে শিবপ্রসাদের ছবিগুলি জনপ্রিয় হয়েছে বলেও সেদিন তিনি জানিয়েছিলেন ৷ একই সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-র সংলাপ উদ্ধৃত করে লিখেছিলেন, ‘‘হাম ঝুকেগা নেহি... ৷’’ অর্থাৎ এই ট্রোলিংয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি ৷

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন (সংগৃহীত)

বুধবার কার্যত সেটাই দেখা গেল ৷ এদিন এই তারকা দম্পতি যান রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে ৷ সেখানে তাঁরা পুলিশের আধিকারিকদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ পরে জিনিয়া সেন ইটিভি ভারত-কে বলেন, ‘‘পুলিশ-প্রশাসনের উপর আমাদের আস্থা আছে । আমরা লালবাজার সাইবার ক্রাইমে ইতিমধ্যেই জানিয়েছি । এবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানাতে যাচ্ছি ।"

ভবানী ভবন (ফাইল ছবি)

একই সঙ্গে এদিন তিনি আবারও এই ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব হন ৷ জিনিয়া সেন বলেন, "একটাই কথা বলব, এরকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এর আগে হয়নি । এরকম ফ্যান ক্লাবের উৎপাত আগে দেখা যায়নি কখনও । যেখানে একটা ধর্ষণ-কাণ্ড হয়ে বসে আছে শহরে । সেখানে দাঁড়িয়ে আবারও এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা । এদের বড় রকমের শাস্তি হওয়া উচিত । আর সেটার ব্যবস্থা আমরা করব ।’’

ABOUT THE AUTHOR

...view details