শ্রীরামপুর, 21 ফ্রেব্রুয়ারি:কোন্নগরের শিশু খুনের ঘটনায় অপরাধীর ফাঁসি চান বাবা ৷ এই ঘটনায় মঙ্গলবারই উত্তরপাড়া থানার পুলিশ মৃত শিশুর মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফফাত পারভিনকে গ্রেফতার করেছে । বুধবার তাঁদের শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ৷ পুলিশের সন্দেহ, শিশুটির খুনে জড়িত তার মা ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ৷ যদিও নির্মম খুনের কথা অস্বীকার করেছেন শিশুটির মা ।
মৃত শিশুর মা ও তাঁর বান্ধবীকে উত্তরপাড়া থানা থেকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার পথে শিশুটির মা শান্তা শর্মা দাবি করেন, তিনি তাঁর পুত্রকে খুন করেননি । নিজের ছেলেকে কেউ খুন করতে পারে না বলেও দাবি করেন তিনি । তাহলে কি তাঁর বান্ধবী ইফফাত পারভিন খুন করেছেন ? সে প্রশ্নের শান্তা বলেন, সেটা তিনি জানেন না । সূত্রের খবর, ঘটনার দিন বান্ধবী ইফফাত শান্তার বাড়িতে এসেছিলেন ।
মৃত শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, "যেহেতু তদন্ত চলছে এখন পরিষ্কার ভাবে বলতে পারছি না । তবে যে-ই খুন করে থাকুক, তার ফাঁসি হোক । এই নৃশংস খুনের পর তারা যেন 14 বছর পরও সমাজে না ফিরে আসতে পারে ।" তবে ছেলেকে খুনে অভিযুক্ত তাঁর স্ত্রীর ব্যাপারে কিছু বলতে চাননি মৃত শিশুর বাবা । কোন্নগরে শিশু খুনের ঘটনায় ধৃত মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফফাত পারভিনের হয়ে কোনও আইনজীবী এ দিন দাঁড়াননি শ্রীরামপুর আদালতে ।
উল্লেখ্য, গত 16 ফেব্রুয়ারি কোন্নগরে আদর্শনগরে সন্ধ্যার সময় আট বছরের শিশু স্নেহাংশুকে নৃশংসভাবে খুন করা হয় । সেই সময়ে পরিবারের কেউই বাড়িতে ছিলেন না । রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে শিশুটিকে । ঘটনার তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের পুলিশ । ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ।