পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তাঁর বান্ধবীর পুলিশি হেফাজত, দোষীর ফাঁসি চান বাবা

Konnagar child murder case: কোন্নগরে শিশু খুনের ঘটনায় ধৃত মা ও তাঁর বান্ধবীকে 9 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন শিশুটির বাবা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 7:39 PM IST

Updated : Feb 21, 2024, 8:15 PM IST

কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তাঁর বান্ধবীর পুলিশি হেফাজত

শ্রীরামপুর, 21 ফ্রেব্রুয়ারি:কোন্নগরের শিশু খুনের ঘটনায় অপরাধীর ফাঁসি চান বাবা ৷ এই ঘটনায় মঙ্গলবারই উত্তরপাড়া থানার পুলিশ মৃত শিশুর মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফফাত পারভিনকে গ্রেফতার করেছে । বুধবার তাঁদের শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ৷ পুলিশের সন্দেহ, শিশুটির খুনে জড়িত তার মা ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ৷ যদিও নির্মম খুনের কথা অস্বীকার করেছেন শিশুটির মা ।

মৃত শিশুর মা ও তাঁর বান্ধবীকে উত্তরপাড়া থানা থেকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার পথে শিশুটির মা শান্তা শর্মা দাবি করেন, তিনি তাঁর পুত্রকে খুন করেননি । নিজের ছেলেকে কেউ খুন করতে পারে না বলেও দাবি করেন তিনি । তাহলে কি তাঁর বান্ধবী ইফফাত পারভিন খুন করেছেন ? সে প্রশ্নের শান্তা বলেন, সেটা তিনি জানেন না । সূত্রের খবর, ঘটনার দিন বান্ধবী ইফফাত শান্তার বাড়িতে এসেছিলেন ।

মৃত শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, "যেহেতু তদন্ত চলছে এখন পরিষ্কার ভাবে বলতে পারছি না । তবে যে-ই খুন করে থাকুক, তার ফাঁসি হোক । এই নৃশংস খুনের পর তারা যেন 14 বছর পরও সমাজে না ফিরে আসতে পারে ।" তবে ছেলেকে খুনে অভিযুক্ত তাঁর স্ত্রীর ব্যাপারে কিছু বলতে চাননি মৃত শিশুর বাবা । কোন্নগরে শিশু খুনের ঘটনায় ধৃত মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফফাত পারভিনের হয়ে কোনও আইনজীবী এ দিন দাঁড়াননি শ্রীরামপুর আদালতে ।

উল্লেখ্য, গত 16 ফেব্রুয়ারি কোন্নগরে আদর্শনগরে সন্ধ্যার সময় আট বছরের শিশু স্নেহাংশুকে নৃশংসভাবে খুন করা হয় । সেই সময়ে পরিবারের কেউই বাড়িতে ছিলেন না । রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে শিশুটিকে । ঘটনার তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের পুলিশ । ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ।

এই ঘটনায় অভিযুক্তদের ধরতে প্রথমে বেশ বেগ পেতে হয় পুলিশকে । কারণ শিশুটির বাড়িতে এবং আশপাশে কোথাও ছিল না সিসিটিভি ক্যামেরা । পরে শিশুর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পোস্টে লাগানো সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় । সেখানে লাল জামা পরা অবস্থায় মুখ ঢাকা এক রমণীকে হেঁটে যেতে দেখা যায় । এতেই রহস্য আরও ঘনীভূত হয় । সেই ফুটেজ দেখে তদন্ত নামে পুলিশ ।

এরপরই পরিবারের এক-একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । স্নেহাংশুর মায়ের কথায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ । সেখান থেকেই তাঁর বান্ধবী ইফফাতের খোঁজ পেয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু হয় । চার দিন পর মঙ্গলবার মৃত শিশুর মা ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করে উত্তর পাড়া থানার পুলিশ । সেখানেই শিশুটির মা ও তাঁর বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে আসে । এরপর খুনের ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়ে যান যে, খুনের সঙ্গে যুক্ত রয়েছেন মা ও তাঁর বান্ধবী ।

কোন্নগর আদর্শ নগরের বাসিন্দারা কেউই বিশ্বাস করতে পারছেন না যে, আট বছরের শিশুকে খুন করতে পারেন মা । সম্পর্কের টানাপোড়েন অথবা স্বামী-স্ত্রীর সঙ্গে বচসা - যা-ই হোক না কেন, সন্তানকে নিজে হাতে খুনের ঘটনা মেনে নিতে পারছেন না কেউই । শিশু খুনের যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এ দিন শান্তি মিছিল করেন এলাকাবাসী । পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে ৷

আরও পড়ুন:

  1. কোন্নগরে নাবালক খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী
  2. বান্ধবীর সঙ্গে মনোমালিন্য ! হস্টেলের ছাদ থেকে উদ্ধার ছাত্রের দেহ
  3. বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করতে চাওয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা, গ্রেফতার যুবক
Last Updated : Feb 21, 2024, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details