জলপাইগুড়ি, 14 মে:রাতের অন্ধকারে কাঁটাতার কাটার অভিযোগে বিএসএফের গুলিতে মৃত্যু কুখ্যাত পাচারকারী কাজিরুল হকের। বিএসএফের সঙ্গে কাজিরুলের সংঘর্ষে ফলে আহত হন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত 195 ব্যাটেলিয়নের ভাটপাড়া বিওপি এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম কাজিরুল হকের বয়স 46 ৷ তার বাড়ি রাজগঞ্জ থানার ভাঙামালি চাউলহাটি এলাকায়। তার বিরুদ্ধে এর আগে 12টি অভিযোগ রয়েছে। বাংলাদেশেও কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত ছিল কাজিরুল।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তের ভাটপাড়া বিওপি এলাকার কাঁটাতার কাটছিল কাজিরুল-সহ বেশ কয়েকজন। জওয়ানরা তাকে বাধা দিলে সে চড়াও হয়। প্রথমে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এরপর ধারালো অস্ত্র দিয়ে জওয়ানের ওপর চড়াও হয় বেশ কয়েকজন। দুষ্কৃতীদের আঘাতে বিএসএফ জওয়ান আহত হন। এরপর আত্মরক্ষার তাগিদে প্রথমে চিলি গ্রেনেড ছোড়ে বিএসএফ। তাতেও দুষ্কৃতীরা ক্ষান্ত হয় না।
দুষ্কৃতীরা BSF জওয়ানদের দেখে পালটা গুলি ছোড়ে বলে অভিযোগ। এরপর BSF পাম্প অ্যাকশন গান (PAG) চালায়। PAG-এর গুলিতে কাজিরুল মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।BSF জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন অপরাধমূলক কাজ করেছিল কাজিরুল। ঘটনাস্থল থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ ৷ জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় বলেন, "বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেব।"
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা ছাড়া মালদা জেলাকে পাচারের করিডর হিসেবে ব্যবহার করে থাকে পাচারকারীরা। ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় জালনোট, ইয়াবা, ফেনসিডিল, মোবাইল, গরু পাচারের একাধিক ঘটনা বারংবার সামনে আসে ৷
আরও পড়ুন:
- কোদালিয়া নদী পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, 55 বাংলাদেশিকে রুখল বিএসএফ
- 13 মে বন্ধ মুর্শিদাবাদ-নদিয়ার সীমান্ত, পরিদর্শন শেষে কড়া নির্দেশ বিএসএফ এডিজির
- সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ যুবকের দেহ ঘিরে জট, কাঠগড়ায় বিএসএফ