পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরের ফুটপাথে গলায় গামছা পেঁচিয়ে খুন, সিসিটিভিতে মিলল ফুটেজ - MURDER IN KOLKATA

লালবাজার সূত্রে খবর, ধৃত যুবক ও নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, ওই ব্যক্তিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে অভিযুক্ত ৷

murder in kolkata
ফুটপাথে ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন কলকাতায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 2:59 PM IST

Updated : Nov 18, 2024, 5:04 PM IST

কলকাতা, 18 নভেম্বর: গলায় গামছা পেঁচিয়ে ব্যক্তিকে শ্বাসরোধ করে ফুটপাথে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায় ৷ তদন্তে নেমে পুলিশের জালে অভিযুক্ত যুবক । ধৃতের নাম মহম্মদ সরফরাজ (30) ।

সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে ৷ সেটি খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জোড়াসাঁকো থানা এলাকায় ৷ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

অভিযোগ, রবিবার রাতে মহাত্মা গান্ধি রোডের ধারে একটি ফুটপাথে প্রায় 40 বছর বয়সি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে যায় স্থানীয় জোড়াসাঁকো থানার পুলিশ । দেহটি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ।

লালবাজার সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করার সময় পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগার করে । তাঁর শরীর থেকে রক্তপাতও হয়েছিল । এছাড়াও ঘটানাস্থল থেকে উদ্ধার হয় একটি রক্ত মাখা কাপড় । কিন্তু দেহটি এখনও সনাক্ত হয়নি । এই ঘটনায় স্থানীয় জোড়াসাঁকো থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । পরে তদন্তে নেমে রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা ।

পুলিশের দাবি অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করেছে মহম্মদ সরফরাজ । এরপর সোমবার অভিযুক্ত যুবককে চিহ্নিত করে ওই এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ । তাঁকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে । তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 103(1) ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ।

লালবাজার সূত্রে আরও খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ আরও ভালো ভাবে জানা যাবে । পাশাপাশি মৃত ব্যক্তির দেহের ছবি রাজ্য ও কলকাতা পুলিশের একটি বিশেষ পোর্টালে আপলোড করা হবে । এতে ওই ব্যক্তির সন্ধান পেতে সাহায্য হবে পুলিশের । কিন্তু কী কারণে ওই ব্যক্তিকে খুন যুবকের ? তদন্ত করে দেখছে পুলিশ । পুলিশের তরফে জানা গিয়েছে, দু'জনেই মাদকাসক্ত ছিলেন ৷

Last Updated : Nov 18, 2024, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details