কলকাতা, 7 ফেব্রুয়ারি: কুমোরটুলি থেকে প্রতিবছরই বিদেশে পাড়ি দেয় একাধিক দুর্গাপ্রতিমা। তবে এবার ধীরে ধীরে বিদেশে পাড়ি দেওয়ার ঝোঁক বাড়ছে বাগদেবী অর্থাৎ সরস্বতী প্রতিমারও ৷ বিদ্যার দেবীর আরাধনার বাকি আর এক সপ্তাহ। তাই কুমোরটুলির এখন দম ফেলার ফুরসৎ নেই । এখানে অর্ডারের প্রতিমা তৈরি যেমন চাপ, তেমনি প্রতি বছর বিদেশেও বাড়ছে চাহিদা। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে কানাডা একাধিক দেশে এবার সরস্বতী প্রতিমা পাঠানো হয়েছে কুমোরটুলি থেকে। সংখ্যার নিরিখে দেখলে কমবেশি প্রায় 50টি মূর্তি এবার পাড়ি দিয়েছে বিদেশে ।
ফাইবারের ছোট থেকে মাঝারি দুর্গামূর্তি প্রতিবার প্যাকিং করে জাহাজে বা বিমানে পাঠানো হয় । সেই একইভাবে কয়েকবছর ধরে সরস্বতী পুজোর আগে বিদেশ থেকে প্রতিমার অর্ডার আসছে শিল্পীদের কাছে ৷ 3-4 ফুট বা আরেকটু বড় হলে 5-6 ফুটের একাধিক প্রতিমা এবার বিদেশে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ জানান, দুর্গাপুজোয় যখন ঠাকুর যায় তখন তো সঙ্গে সরস্বতী ঠাকুরও থাকে। অনেকে তাঁকেই এই বসন্ত পঞ্চমীতে আবার পুজো করা হয় ৷ তবে কয়েকবছর যাবৎ সরস্বতী পুজোর আগে বিভিন্ন দেশ থেকেই অর্ডার আসছে। এ বছর যেমন প্রতিমা যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকা ও জার্মানি। বিমানে করেই পাঠানো হয়েছে সব জায়গায় । অনেকেই আবার খুব ছোট ঠাকুর দেড় থেকে দু'ফুটের প্রতিমা নিজের সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন ।