কলকাতা, 22 জানুয়ারি: নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে রাজ্য রাজনীতিতে কানাঘুঁষো শোনা গিয়েছে। এসবের মাঝেই এল নতুন খবর। জানা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শহরজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সংহতি মিছিলের প্রচার হয়েছিল ৷ তার জেরে অভিষেকর উপস্থিতি নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ তবে সোমবার দুপুরে জানা গেল পিসি মমতার পাশেই হাঁটবেন ভাইপো অভিষেক!
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা আড়াইটেয় বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে পুজো দিয়ে হাজরা থেকে মিছিলে যোগ দেবেন । যতদূর জানা যাচ্ছে, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর তাঁরা উভয়েই চলে আসবেন হাজরায় । এদিন বিভিন্ন ধর্মগুরুদের সঙ্গে নিয়ে মিছিল করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
সেই মিছিলে আগাগোড়াই থাকবেন অভিষেক । এমনটাই তৃণমূল সূত্রে খবর । যদিও দলনেত্রী মাঝে বাইক নিয়ে গড়চা গুরুদুয়ারাতে যাবেন । তবে অভিষেক মিছিলেই থাকবেন । যতদূর জানা যাচ্ছে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস ময়দান যাওয়ার পথে যে চার্চ এবং মসজিদ পড়বে সেখানে তিনিও যেতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে । সাধারণত দেখা যায় সরকারি কোনও কর্মসূচিতে যোগদান করেন না অভিষেক ।
তবে যেহেতু এটা দলের কর্মসূচি তাই তার যোগদানে কোনও বাধা নেই । সেদিক থেকে আজকের মিছিলে তার থাকাটা কোনও অস্বাভাবিক ঘটনা নয় । কিন্তু গত কয়েকদিন ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলের অন্দরে ও বাইরে যে আলোচনা হয়েছে সেখানে দলনেত্রীর পাশে অভিষেকের থাকাটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করে রাজনৈতিক মহলের একটা অংশ । সাধারণত অতীতে দলের কর্মসূচিতে দেখা যায় সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে । কিন্তু এবারের এই কর্মসূচিতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার হয়েছে । সেখানে অভিষেকের উপস্থিতি দলের নিচুতলার কর্মী এবং সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছে বলেই মত ওয়াকিবহল মহলের ৷
আরও পড়ুন :
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানো ঘিরে অশান্তি
- টিভিতে রামমন্দির উদ্বোধনের দর্শন আটকানোর চেষ্টা করছে মমতার সরকার, অভিযোগ সুকান্তর
- রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের