পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জল্পনার অবসান ! সংহতি মিছিলে মমতার পাশেই হাঁটবেন অভিষেক - মমতা বন্দ্যোপাধ্যায়

Abhishek to attend Sanhati Rally: প্রথমে থাকবেন কিনা সেই বিষয়ে জল্পনা থাকলেও এখন তা পরিষ্কার ৷ সংহতি মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
মমতা ও অভিষেক

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 1:57 PM IST

Updated : Jan 22, 2024, 2:09 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে রাজ্য রাজনীতিতে কানাঘুঁষো শোনা গিয়েছে। এসবের মাঝেই এল নতুন খবর। জানা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শহরজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সংহতি মিছিলের প্রচার হয়েছিল ৷ তার জেরে অভিষেকর উপস্থিতি নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ তবে সোমবার দুপুরে জানা গেল পিসি মমতার পাশেই হাঁটবেন ভাইপো অভিষেক!

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা আড়াইটেয় বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে পুজো দিয়ে হাজরা থেকে মিছিলে যোগ দেবেন । যতদূর জানা যাচ্ছে, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর তাঁরা উভয়েই চলে আসবেন হাজরায় । এদিন বিভিন্ন ধর্মগুরুদের সঙ্গে নিয়ে মিছিল করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

সংহতি মিছিলের যাত্রাপথ

সেই মিছিলে আগাগোড়াই থাকবেন অভিষেক । এমনটাই তৃণমূল সূত্রে খবর । যদিও দলনেত্রী মাঝে বাইক নিয়ে গড়চা গুরুদুয়ারাতে যাবেন । তবে অভিষেক মিছিলেই থাকবেন । যতদূর জানা যাচ্ছে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস ময়দান যাওয়ার পথে যে চার্চ এবং মসজিদ পড়বে সেখানে তিনিও যেতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে । সাধারণত দেখা যায় সরকারি কোনও কর্মসূচিতে যোগদান করেন না অভিষেক ।

তবে যেহেতু এটা দলের কর্মসূচি তাই তার যোগদানে কোনও বাধা নেই । সেদিক থেকে আজকের মিছিলে তার থাকাটা কোনও অস্বাভাবিক ঘটনা নয় । কিন্তু গত কয়েকদিন ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলের অন্দরে ও বাইরে যে আলোচনা হয়েছে সেখানে দলনেত্রীর পাশে অভিষেকের থাকাটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করে রাজনৈতিক মহলের একটা অংশ । সাধারণত অতীতে দলের কর্মসূচিতে দেখা যায় সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে । কিন্তু এবারের এই কর্মসূচিতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার হয়েছে । সেখানে অভিষেকের উপস্থিতি দলের নিচুতলার কর্মী এবং সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছে বলেই মত ওয়াকিবহল মহলের ৷

আরও পড়ুন :

  1. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানো ঘিরে অশান্তি
  2. টিভিতে রামমন্দির উদ্বোধনের দর্শন আটকানোর চেষ্টা করছে মমতার সরকার, অভিযোগ সুকান্তর
  3. রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের
Last Updated : Jan 22, 2024, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details