পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তালপাতার সেপাই! ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাব; অভিষেককে কটাক্ষ অভিজিতের

Ex Justice Abhijit Gangopadhyay joins BJP: যাবতীয় জল্পনার অবসান ৷ বিজেপিতেই যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রাক্তন বিচারপতি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 3:19 PM IST

Updated : Mar 5, 2024, 5:09 PM IST

যাবতীয় জল্পনার অবসান

কলকাতা, 5 মার্চ: কলকাতা হাইকোর্টের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে ‘অভিষেক’ হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ বিজেপি’তে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেই সদ্য প্রাক্তন বিচারপতির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিবিদ মেনে নিলেও তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’কে পাত্তা দিতে নারাজ একসময় শিরোনামে থাকা বিচারপতি ৷ অভিষেককে ‘তালপাতার সেপাই’ কটাক্ষ করে অভিজিতের হুঁশিয়ারি, ‘‘ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব ৷’’

অভিষেক সংক্রান্ত প্রশ্নে সাংবাদিক সম্মেলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যার কথা বলছেন, তাঁকে আমি তালপাতার সেপাই বলে মনে করি । যাকে আপনারা সেনাপতি বলছেন ৷ আমি কারও নাম করছি না । আমি তো এখানে কোনও কুকথা বলছি না । তাঁর নামটাকে আমি কুকথা বলে মনে করি ।’’

বিচারব্যবস্থার কিছু বোঝেন না তালপাতার সেপাই...

‘তালপাতার সেপাই’ বিচারব্যবস্থার কিছু বোঝেন না ৷ ওর পেটে বোমা মারলেও কিছু বেরবে না ৷ আদালত যে ওর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, সেটা ওর ভাগ্য ভালো ৷’’ সাংবাদিক সম্মেলনে অভিষেককে নজিরবিহীন আক্রমণ অভিজিতের ৷ পাশাপাশি প্রাক্তন বিচারপতি বলেন, ‘‘আমি ওকে ভয় পাই না ৷ সেনাপতি কোন লড়াই জিতেছে কেউ জানে না ৷ ডায়মন্ডহারবার থেকে ভোটে দাঁড়ালে ওকে লক্ষ লক্ষ ভোটে হারাব ৷’’

উঠে যাবে তৃণমূল...

তৃণমূলকে আমি রাজনৈতিক দল বলেই মনে করি না ৷ দুবৃত্তদের দল, আদ্যপান্ত যাত্রাদল তৃণমূল ৷ ওদের যাত্রাপালার নাম মা-মাটি-মানুষ ৷ 2009 সালে সিপিএমের যেই অবস্থা হয়েছিল, 2024 লোকসভা ভোটে তৃণমূলের ঠিক সেই অবস্থাই হবে ৷ 2026 সালের পর তৃণমূল দলটাই আর থাকবে না ৷ শুধু কয়েকটা গ্রেফতারির প্রয়োজন ৷

নারদাকাণ্ডে ‘ক্লিনচিট ?’...

‘‘নারদা কাণ্ডে যাদের নাম জড়িয়েছিল, তাঁরা চক্রান্তের শিকার ৷’’ সাফ জবাব অভিজিতের ৷ শুভেন্দু অধিকারী ছাড়া বাকি তৃণমূল নেতারাও কী তাহলে চক্রান্তেরই শিকার ? উত্তরে অভিজিত বলেন, ‘‘তৃণমূল নেতাদেরই তো দেখা গিয়েছে ৷ প্রত্যেকেই চক্রান্তের শিকার ৷’’

তারপরেই সোশাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, ‘‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন ? মনে রাখুন, শুভেন্দুর বিরুদ্ধে নারদায় এফআইআর করেছে আপনার প্রিয় সিবিআই ৷ তদন্ত এড়াতেই ওর দলবদল । আপনি ক্লিনচিট দিচ্ছেন ? শুভেন্দু বলেছিল, নারদা কেসটি 'প্রমাণিত' সত্য । তারপরেও আপনার এই যুক্তি ? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার…’’

আরও পড়ুন:

Last Updated : Mar 5, 2024, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details