কলকাতা, 5 মার্চ: কলকাতা হাইকোর্টের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে ‘অভিষেক’ হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ বিজেপি’তে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেই সদ্য প্রাক্তন বিচারপতির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিবিদ মেনে নিলেও তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’কে পাত্তা দিতে নারাজ একসময় শিরোনামে থাকা বিচারপতি ৷ অভিষেককে ‘তালপাতার সেপাই’ কটাক্ষ করে অভিজিতের হুঁশিয়ারি, ‘‘ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব ৷’’
অভিষেক সংক্রান্ত প্রশ্নে সাংবাদিক সম্মেলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যার কথা বলছেন, তাঁকে আমি তালপাতার সেপাই বলে মনে করি । যাকে আপনারা সেনাপতি বলছেন ৷ আমি কারও নাম করছি না । আমি তো এখানে কোনও কুকথা বলছি না । তাঁর নামটাকে আমি কুকথা বলে মনে করি ।’’
বিচারব্যবস্থার কিছু বোঝেন না তালপাতার সেপাই...
‘তালপাতার সেপাই’ বিচারব্যবস্থার কিছু বোঝেন না ৷ ওর পেটে বোমা মারলেও কিছু বেরবে না ৷ আদালত যে ওর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, সেটা ওর ভাগ্য ভালো ৷’’ সাংবাদিক সম্মেলনে অভিষেককে নজিরবিহীন আক্রমণ অভিজিতের ৷ পাশাপাশি প্রাক্তন বিচারপতি বলেন, ‘‘আমি ওকে ভয় পাই না ৷ সেনাপতি কোন লড়াই জিতেছে কেউ জানে না ৷ ডায়মন্ডহারবার থেকে ভোটে দাঁড়ালে ওকে লক্ষ লক্ষ ভোটে হারাব ৷’’
উঠে যাবে তৃণমূল...