তমলুক, 22 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ 2016 সালের যাবতীয় নিয়োগ এবং প্যানেল বাতিল করে দিয়েছে ৷ আর তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
সোমবার হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পরই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "অত্যন্ত উপযুক্ত এবং সবদিক খতিয়ে দেখে এই রায় দিয়েছে ৷ আমি খুশি ৷ তবে এখন খুশির সময় নয় ৷ এখান থেকে এদের উৎখাত করতে হবে ৷ জোচ্চোর, মিথ্যেবাদী মমতার পদত্যাগ দাবি করছি ৷ অনেকের জীবন নষ্ট হয়েছে। আজকে হাইকোর্ট উপযুক্ত একটা রায় দিয়েছে।"
এখানেই শেষ নয়, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "এটা আমার কোনও ব্যক্তিগত বিষয় ছিল না ৷ সুতরাং, আমার স্বস্তির কোনও বিষয় এটা নয় ৷ তবে খারাপ লাগা আছে ৷ ভারতের বিচার ব্যবস্থাকে প্রণাম জানাব ৷ দুই-একটা কুলাঙ্গার থাকতেই পারে।" সেই সঙ্গে, সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "যারা উপযুক্ত চাকরি প্রার্থী তাদেরকে ঠকিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদের মধ্যে হিন্দু-মুসলিম সব সব সম্প্রদায়ের লোকই আছে ৷ সবার উচিত মমতাকে বয়কট করা ৷"
প্রসঙ্গত, বিচারপতি থাকাকালীন এই মামলার রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, "যতটা কঠোরতা দেখাতে আমি পারিনি, এবারের ডিভিশন বেঞ্চ আরও বেশি কঠোরতা দেখিয়েছে । এরা জোচ্চোর ৷ এদের ফাঁসিতে চড়ানো উচিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় আজকেই পদত্যাগ করবেন আশা করি ৷ নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে ৷ এটা আমি আশা করতে পারি ৷ আমার ক্ষমতা থাকলে আমি টেনে নামাতাম ৷ এটা একটা নির্ণয়ক অবস্থায় আমরা পৌঁছলাম । এই জোচ্চরদের এখুনি পদত্যাগ চাই ।"
পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের অবিলম্বে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিৎ বলেও জানান অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ উল্লেখ্য, এদিন স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দেয় হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে ৷ ভোট মিটলে সেই প্রক্রিয়া শুরু হবে ৷
আরও পড়ুন
- 25,753 জনের নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের
- সিবিআই গাজিয়াবাদের গোপন তল্লাশিই ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াল এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে