চ্যাংরাবান্ধা, 6 অগস্ট: ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে বিপত্তি । ফের বাংলাদেশে ফিরে যেতে হল দম্পতিকে । তাঁদের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড । এরপর ভারতে আর ঢুকতে দেওয়া হল না বাংলাদেশের দম্পতিকে । ফের বাংলাদেশে পাঠানো হল । জানা গিয়েছে, আজ দুপুরে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এই দম্পতি । এদেশে চিকিৎসা করাতে আসার পথে ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়েন তাঁরা ।
ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশের নাগরিকের কাছে এদেশের আধার কার্ড কী করে এল, তা ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য । ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক চেকপোস্ট চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এদেশের আধার কার্ড-সহ ধরা পড়েন বাংলাদেশের নাগরিক । সাত বছরের ছেলেকে নিয়ে 7 দিনের ভিসায় নয়াদিল্লিতে চিকিৎসা করানোর উদ্দেশ্যে ভারতে ঢোকেন তাঁরা । ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধারের বিষয়টি সামনে আসতেই যাবতীয় ফর্মালিটি পূরণ করে বাংলাদেশে পুশব্যাক করা হয় দম্পতিকে ।