পশ্চিমবঙ্গ

west bengal

নদীপথে ভারতে ঢোকার চেষ্টা! গ্রেফতার হাসিনার দলের ছাত্রনেতা - Awami League Leader Arrested

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 7:44 PM IST

Student Leader of Awami League Gets Caught: নদীপথে ভারতে প্রবেশ করার সময় গ্রেফতার হাসিনার আওয়ামী লীগ দলের ছাত্রনেতা। বিএসএফের কাছে ধরা পড়ার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Student Leader of Awami League Gets Caught
গ্রেফতার হাসিনার দলের ছাত্র নেতা (নিজস্ব চিত্র)

রঘুনাথগঞ্জ, 11 অগস্ট: বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লিগের ছাত্রনেতা। আব্দুল কাদির নামে বছর সাতাশের ওই যুবকের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় ৷ জানা গিয়েছে, নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় তাঁকে গ্রেফতার করে বিএসএফ ৷ দিন চারেক নিজেদের কাছে রাখার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

বাংলাদেশে চলমান পরিস্থিতির জন্যই লুকিয়ে নদী পথে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছিলেন বলেই বিএসএফ সূত্রে খবর। যদিও ভারতে প্রবেশের আগেই বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধরা পড়ে যান আওয়ামী লীগের ওই ছাত্রনেতা । সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাটের 115 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাঁকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেন । পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কেন এ রাজ্যে এসেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে । আরও কেউ এভাবে এসেছেন কি না, সেটাও খতিয়ে দেখা হবে ।

এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করেছে । এর পাশাপাশি 2 ভারতীয় পাচারকারীর থেকে উদ্ধার করা হয়েছে গরু থেকে শুরু করে ফেনসিডিল । বাংলাদেশি-সহ ধৃতদের সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । গরু ও অন্যান্য সামগ্রীও হস্তান্তর করা হয়েছে ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালাচ্ছে । যার ফলাফল হাতেনাতে পাচ্ছেন বিএসএফ কর্মী ও আধিকারিকরা । সূত্রের দাবি, শনিবার থেকে রবিবার পর্যন্ত গত 24 ঘণ্টায় বিশেষ অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । তাঁদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে । গোটা বিষয়টি দক্ষিণবঙ্গ বিএসএফের হেডকোয়ার্টারের জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details