পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 বছরের মেয়ে-সহ নিখোঁজ স্বামী, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্ত্রীর - মালদার খবর

Man Missing With Daughter: 16 জানুয়ারি ছুটির দিনে অফিস পিকনিকের নাম করে তিন বছরের মেয়েকে নিয়ে বেড়িয়েছিলেন মালদার বাসিন্দা ইন্দ্রজিৎ ৷ তারপর থেকেই নিখোঁজ তাঁরা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 3:31 PM IST

মালদা, 2 ফেব্রুয়ারি: মালদা শহরে 11 বছরের নাবালিকাকে অপহরণ করে গলা কেটে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ অভিযুক্ত জ্যাঠতুতো দাদার ফাঁসির দাবিতে সরব স্থানীয়রা ৷ আর এই ঘটনা ভাবাচ্ছে ঝুমা গোস্বামীকেও ৷ ছোট্ট মেয়ের কথা ভেবে চোখের জল ধরে রাখতে পারছেন না ৷ কারণ বেশ কয়েক দিন ধরে নিখোঁজ তাঁর তিন বছরের মেয়ে অংশিকা গোস্বামী ৷ কোনও খোঁজ নেই স্বামী ইন্দ্রজিৎ গোস্বামীরও ৷ এনিয়ে পুলিশে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি ৷ ইংরেজবাজার থানার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছেন তিনি ৷ যদিও বিষয়টি জানার পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার ৷

ঝুমাদেবী বলেন, "গোটা ঘটনা জানিয়ে 27 জানুয়ারি আমি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করি ৷ কিন্তু আজ পর্যন্ত পুলিশ আমার স্বামী ইন্দ্রজিৎ আর মেয়ে অংশিকার কোনও খোঁজ দিতে পারেনি ৷ ওদের জন্য আমি একাধিকবার থানায় গিয়েছি ৷ পুলিশকর্মীদের অনুরোধ করেছি ৷ কিন্তু তাঁরা বিরক্ত হচ্ছেন ৷ আমাকে থানা থেকে বেরও করে দেওয়া হয়েছে ৷ আমাকে সাফ জানিয়ে দিয়েছেন, ফোনে তাঁদের বিরক্ত না করি ৷ ওদের খোঁজ পেলে তাঁরাই আমার সঙ্গে যোগাযোগ করবেন ৷ কিন্তু মালদা শহরে 11 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে যা হয়েছে তাতে ভয়ে আমার বুক কেঁপে উঠছে ৷ পুলিশ আমার স্বামী আর মেয়েকে দ্রুত উদ্ধার করে দিক ৷ এর বেশি আমি কিছু চাই না ৷"

জানা গিয়েছে, ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকার বাসিন্দা ঝুমা গোস্বামী ৷ স্বামী ইন্দ্রজিৎ সরকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন ৷ তাঁদের দুই মেয়ে ৷ অদ্রিজা ও অংশিকা ৷ অংশিকার বয়স মাত্র 3 বছর ৷ সানি পার্কের 6 নম্বর লেনের ভাড়াবাড়িতে তাঁরা সদ্য এসেছেন ৷ গত 14 জানুয়ারি থেকে তাঁরা সেখানে থাকছেন ৷ ঝুমাদেবী জানান, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে স্বামীর অফিসের ছুটি ছিল ৷ সকাল 10টা নাগাদ কোম্পানির পিকনিক আছে বলে ছোট মেয়েকে নিয়ে যান ৷ জানিয়েছিলেন, বাড়ির কাছেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন রিসর্টে পিকনিক হচ্ছে ৷

ঝুমাদেবী আরও জানান, ঘণ্টা দুয়েক বাদে ইন্দ্রজিৎকে ফোন করলে জানা যায় সেটি বন্ধ আছে ৷ বেশ কয়েকবার চেষ্টা করেও স্বামীকে ফোনে না পেয়ে অফিসের ম্যানেজারকে ফোন করেন ৷ তিনি জানান, মেয়েকে নিয়ে ইন্দ্রজিৎ পিকনিকেই রয়েছে ৷ একটু বাদে তিনি কথা বলিয়ে দিচ্ছেন ৷ কিন্তু তিনি আর ফোনে কথা বলাননি ৷ শেষ পর্যন্ত বিকেলে অফিসের সহকর্মীরা জানান, ইন্দ্রজিৎ নাকি পিকনিকেই যাননি ৷ আর সেদিন থেকেই নিখোঁজ স্বামী ইন্দ্রজিৎ ও মেয়ে আংশিকা ৷ কেন অফিসের সহকর্মীরা মিথ্যা কথা বললেন সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷ এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও মেলেনি তাঁদের কোনও খোঁজ, যা ভাবাচ্ছে ঝুমাদেবীকে ৷

28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, ঝুমাদেবীর স্বামী ও তিন বছরের সন্তান 26 জানুয়ারি থেকে নিখোঁজ ৷ তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ ইংরেজবাজার থানায় ডায়ারি করেছেন ৷ আমরা সবাই তাঁর পাশে রয়েছি ৷ পুলিশ আধিকারিকদের সঙ্গেও আমার কথা হচ্ছে ৷ সন্তান আর স্বামীকে যত দ্রুত ঝুমাদেবীর কাছে ফিরিয়ে দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে ৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, বিষয়টি আমার ঠিক জানা ছিল না ৷ ওই ব্যক্তি ও তাঁর সন্তানকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন:

1. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা

2.কমোডে ঢোকানো মুখ, নিজাম প্যালেস থেকে উদ্ধার কলকাতা পুলিশের কর্মীর দেহ

3.স্কুলে ঢুকে মিড-ডে মিলের খাবার খেয়ে ভাঙচুর, হাতির আতঙ্কে মাঠে ক্লাস পড়ুয়াদের

ABOUT THE AUTHOR

...view details