পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষাকেন্দ্র থেকে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী, কলেজ পড়ুয়া প্রেমিকার বিরুদ্ধে অপহরণের অভিযোগ - মাধ্যমিক

A Madhyamik Student has Gone Missing: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাইস্কুল থেকে উধাও ছাত্র! পরিবারের অভিযোগ দশম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রকে নিয়ে পালিয়ে গিয়েছে তার কলেজ পড়ুয়া প্রেমিকা ৷ পুলিশ ওই ছাত্রের খোঁজ শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে স্কুলের সিসিটিভি ফুটেজ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 7:07 PM IST

পুরুলিয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে গায়েব হয়ে গেল এক পরীক্ষার্থী

কলকাতা, 3 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে উধাও ছাত্র! অভিযোগ, কলেজ পড়ুয়া প্রেমিকাই তাকে অপহরণ করেছেন। এদিকে ক্লাসরুমে বসার আসন থেকে মিলেছে অ্যাডমিট কার্ড-সহ অন্য জিনিস ৷ শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে ৷ ঘটনাটি ঘটেছে শহরের চিত্তরঞ্জন হাইস্কুলে ৷ পুলিশ ঘটনার খবর পেয়ে দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থীর খোঁজে তল্লাশি চালিয়েও, ব্যর্থ হয়েছে ৷ আপাতত স্কুল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

যদিও, ওই পরীক্ষার্থীর বাবা চাঞ্চল্যকর অভিযোগ করছেন ৷ তাঁর দাবি, মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র থেকে ছাত্রটিকে তার কলেজ পড়ুয়া প্রেমিকা তুলে নিয়ে গিয়েছে ৷ কিন্তু, পরীক্ষা কেন্দ্র থেকে কীভাবে একজন পরীক্ষার্থীকে কেউ তুলে নিয়ে যেতে পারে ? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করছেন তিনি ? ছাত্রের বাবার দাবি, বছর বাইশের ওই যুবতী এর আগেও নাকি তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছিলেন ৷ সেই সময় বাড়ির লোকজন মিলে খোঁজখবর চালিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল ৷

জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্র আড়শা ব্লকের কাঁটাডি শিক্ষাসত্র স্কুলের পড়ুয়া ৷ এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে ৷ পরীক্ষার সিট পড়েছিল পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাইস্কুলে ৷ প্রথমদিনের পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছিল ৷ কিন্তু, দ্বিতীয়দিনের পরীক্ষা দিতে এসে ক্লাসরুমে অ্যাডমিট কার্ড ফেলে রেখে উধাও হয়ে যায় ৷ ক্লাসে পরীক্ষক আসার পর, বসার আসনে শুধু ছাত্রের অ্যাডমিট কার্ড দেখতে পান ৷ পরীক্ষার্থী উধাও দেখে তিনি স্কুল কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বিষয়টি জানান ৷

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও, তাঁর হদিশ মেলেনি ৷ কিন্তু, কীভাবে ক্লাসরুমে ঢোকার পরও একজন পরীক্ষার্থী উধাও হয়ে গেল ? স্কুলের নিরাপত্তারক্ষীরা কী করছিলেন ? আর সবচেয়ে বড় কথা একজন পরীক্ষার্থী স্কুলে ঢোকার পর, ফের কীভাবে গেট দিয়ে বেরিয়ে যেতে পারে ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ নিখোঁজ ছাত্রের খোঁজে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ অন্যদিকে, এ নিয়ে পরীক্ষা শেষে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ নিয়ে প্রশ্ন করলে, তিনি জানান, এমন কোনও খবর তিনি নাকি পাননি ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কাছেই উদ্ধার বোমা! আতঙ্ক ভাটপাড়ায়
  2. বাংলার পর ইংরেজি, পরীক্ষা শুরুর পরেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্র
  3. কেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details