পুরুলিয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে গায়েব হয়ে গেল এক পরীক্ষার্থী কলকাতা, 3 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে উধাও ছাত্র! অভিযোগ, কলেজ পড়ুয়া প্রেমিকাই তাকে অপহরণ করেছেন। এদিকে ক্লাসরুমে বসার আসন থেকে মিলেছে অ্যাডমিট কার্ড-সহ অন্য জিনিস ৷ শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে ৷ ঘটনাটি ঘটেছে শহরের চিত্তরঞ্জন হাইস্কুলে ৷ পুলিশ ঘটনার খবর পেয়ে দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থীর খোঁজে তল্লাশি চালিয়েও, ব্যর্থ হয়েছে ৷ আপাতত স্কুল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷
যদিও, ওই পরীক্ষার্থীর বাবা চাঞ্চল্যকর অভিযোগ করছেন ৷ তাঁর দাবি, মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র থেকে ছাত্রটিকে তার কলেজ পড়ুয়া প্রেমিকা তুলে নিয়ে গিয়েছে ৷ কিন্তু, পরীক্ষা কেন্দ্র থেকে কীভাবে একজন পরীক্ষার্থীকে কেউ তুলে নিয়ে যেতে পারে ? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করছেন তিনি ? ছাত্রের বাবার দাবি, বছর বাইশের ওই যুবতী এর আগেও নাকি তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছিলেন ৷ সেই সময় বাড়ির লোকজন মিলে খোঁজখবর চালিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল ৷
জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্র আড়শা ব্লকের কাঁটাডি শিক্ষাসত্র স্কুলের পড়ুয়া ৷ এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে ৷ পরীক্ষার সিট পড়েছিল পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাইস্কুলে ৷ প্রথমদিনের পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছিল ৷ কিন্তু, দ্বিতীয়দিনের পরীক্ষা দিতে এসে ক্লাসরুমে অ্যাডমিট কার্ড ফেলে রেখে উধাও হয়ে যায় ৷ ক্লাসে পরীক্ষক আসার পর, বসার আসনে শুধু ছাত্রের অ্যাডমিট কার্ড দেখতে পান ৷ পরীক্ষার্থী উধাও দেখে তিনি স্কুল কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বিষয়টি জানান ৷
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও, তাঁর হদিশ মেলেনি ৷ কিন্তু, কীভাবে ক্লাসরুমে ঢোকার পরও একজন পরীক্ষার্থী উধাও হয়ে গেল ? স্কুলের নিরাপত্তারক্ষীরা কী করছিলেন ? আর সবচেয়ে বড় কথা একজন পরীক্ষার্থী স্কুলে ঢোকার পর, ফের কীভাবে গেট দিয়ে বেরিয়ে যেতে পারে ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ নিখোঁজ ছাত্রের খোঁজে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ অন্যদিকে, এ নিয়ে পরীক্ষা শেষে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ নিয়ে প্রশ্ন করলে, তিনি জানান, এমন কোনও খবর তিনি নাকি পাননি ৷
আরও পড়ুন:
- মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কাছেই উদ্ধার বোমা! আতঙ্ক ভাটপাড়ায়
- বাংলার পর ইংরেজি, পরীক্ষা শুরুর পরেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্র
- কেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল