পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানেল পাড়ে বস্তাবন্দি ভোটার কার্ড উদ্ধার, চাঞ্চল্য সালারে - VOTER ID CARD RECOVERED - VOTER ID CARD RECOVERED

Voter Card Recovering Incident: এক বস্তা ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সালারে ৷ ঘটনাস্থল থেকে ভোটার কার্ডগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Voter Cards Recovered in Salar Murshidabad
উদ্ধার হওয়া বস্তাবন্দি ভোটারকার্ড (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 10:49 PM IST

কান্দি, 3 অগস্ট: ক্যানেলের পাড়ে পড়ে রয়েছে বস্তাবন্দি ভোটার কার্ড ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর 2 নম্বর ব্লকের সালারে ৷ ক্যানেল পাড়ে ভোটের পরিচয়পত্রগুলি বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন কৃষক ৷

ক্যানেল পাড় থেকে উদ্ধার বস্তাবন্দি ভোটার কার্ড (নিজস্ব ভিডিয়ো)

মাঠের কাজ করতে গিয়ে তাঁরা প্রথম এই পরিচয়পত্রগুলি দেখতে পান । প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেগুলি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের ৷ তবে কারা বা কোন উদ্দেশ্যে এই ভোটার কার্ডগুলি ক্যানেল পাড়ে ফেলে গিয়েছে, তা এখনও পরিষ্কার নয় । এত গুরুত্বপূর্ণ নথি এভাবে ফেলে যাওয়ায় এলাকার মানুষজনের মধ্যে উঠছে প্রশ্ন । সাধারণ মানুষের অনুমান, কিছু দিন আগে লোকসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে । মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনে জয়লাভ করেছে তৃণমূল । তবে জয়ের পিছনে কি এই ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে ? অনেকেই এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছেন ৷

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে অসন্তোষ বাড়ছে ৷ অনেকেই যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন । এই ধরনের একটি ঘটনা ভোটারদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ যা নিয়ে প্রশাসনের তরফ থেকে শীঘ্রই পদক্ষেপ করা হবে বলে আশা করা হচ্ছে । ঘটনার খবর দেওয়া হয় সালার থানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলি উদ্ধার করে । পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সচিত্র ভোটার পরিচয়পত্রগুলি কীভাবে সেখানে এল, কারা এই ঘটনার পিছনে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details