নদিয়া, 7 জানুয়ারি:ডায়াবেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাভোজ দিলেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। বছর যখন 24 তখনই সুগার ধরা পড়েছে। তারপর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের উপর থাকতে হয় তাঁকে। মন চাইলেও ভালো-মন্দ খেতে পারেন না। প্রায় 50 বছর ধরে এই মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। আর তাই তাঁর ইচ্ছা, নিজে যখন খেতে পারেন না, অন্যান্যদের বছরের শুরুতেই পাত পেড়ে খাওয়াবেন তিনি ৷
ডায়াবেটিসের 50 বছর পূর্তি উপলক্ষে বছরের প্রথমে অসংখ্য ডায়াবেটিস রোগী-সহ অনান্যদের ভূরিভোজ করালেন নিজের বাড়িতে ডেকেই। শুধু এলাকার লোকই নয় দূর-দূরান্ত থেকে অসংখ্য লোক এলেন গৃহ শিক্ষকের পিকনিকে। নদিয়ার পলাশীপাড়ার পেশায় গৃহশিক্ষক নিতাইবাবু অবিবাহিত। প্রত্যেক সময় চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি চলেন। আর এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায়, তার জ্বলন্ত প্রমাণ তিনি।