পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানের আগেই আটক 4 ছাত্রনেতা ! সরব শুভেন্দু, হাইকোর্টে পরিবার - Nabanna Abhijan

Chjatra Samaj Nabanna Abhijan: 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযান ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা ও হাওড়া কমিশনারেট ৷ তার আগেই গতকাল রাতে এই কর্মসূচির উদ্যোক্তা 4 ছাত্রনেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

Chjatra Samaj Nabanna Abhijan
নবান্ন অভিযানের আগেই উদ্যোক্তা 4 ছাত্রনেতাকে আটকের অভিযোগ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 12:12 PM IST

Updated : Aug 27, 2024, 1:00 PM IST

কলকাতা, 27 অগস্ট: নবান্ন অভিযানের আগেই উদ্যোক্তা 4 ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ ! এই অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই চার ছাত্রনেতার পরিবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷

অভিযোগ, কাল রাতে ওই চারজনকে হাওড়া পুলিশ আটক করেছে ৷ তাঁদের সবার ফোন বন্ধ ৷ বাড়ির লোক যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ৷ আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মঙ্গলবার পরিবারের হয়ে এনিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত ৷ বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানি হবে ৷

অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই 4 ছাত্রের নিখোঁজ হওয়ার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তারপরেই ওই চারজনের পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, "নীচে উল্লিখিত ছাত্র কর্মী, যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে হাওড়া স্টেশনে খাবার বিতরণ করছিলেন, মধ্যরাতের পর তাঁরা হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন ৷ শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার, তাঁদের না কোনও খোঁজ পাওয়া যাচ্ছে, আর না তাঁরা ফোন ধরছেন ৷ আমরা মনে করছি তাঁদের গ্রেফতার অথবা আটক করেছে মমতা-পুলিশ ৷ যদি, তাঁদের কিছু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে মমতা-পুলিশ ৷"

যদিও, রাজ্য পুলিশের সোশাল মিডিয়ায় এনিয়ে কারও নাম না-করে একটি পোস্ট করা হয় ৷ সেখানে একজন রাজনৈতিক নেতা মিথ্যে অপপ্রচার করছেন বলে অভিযোগ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়, নবান্ন অভিযান ঘিরে ষড়যন্ত্র করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ সেখানে লেখা হয়েছে, "একজন রাজনৈতিক নেতা মিথ্যে প্রচার করার চেষ্টা করছেন যে, চারজন ছাত্রনেতা গতকাল রাত থেকে নিখোঁজ ৷ সত্যিটা হল, কেউ নিখোঁজ নন..."

এর কিছুক্ষণ পর এক্স হ্যান্ডেলে আরেকটি পোস্টে লেখা হয়, "চারজন আজ নবান্ন অভিযানের সময় বড় আকারের হিংসার পরিকল্পনা করছিলেন ৷ এরা হত্যা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত রয়েছে ৷ জনতার নিরাপত্তা ও সুরক্ষার জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ৷" রাজ্য পুলিশের এই পোস্টটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু পালটা লিখেছেন, "আদালতে দেখা হবে ৷" মোটের উপর ছাত্র সমাজের একাংশের নবান্ন অভিযানের আগেই, রাজ্য পুলিশের সঙ্গে আরেক লড়াইয়ে নামলেন বিরোধী দলনেতা ৷

Last Updated : Aug 27, 2024, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details