মেষ : আপনার যদি সন্তান থাকে, তাহলে সম্ভবত আজকে আপনি তাদের খুবই প্রশ্রয় দেবেন । এই সকল দিনের জন্যই তো আপনি এত পরিশ্রম করেন । আপনি জমে থাকা কাজ আজ শেষ করবেন ৷ চিকিৎসার পেশা ও সরকারি চাকরিতে থাকা মানুষদের জন্য আজকের দিনটি খুবই উৎপাদনক্ষম । আজকে আপনার উদ্যম প্রবল থাকবে । যদিও আপনার এই ‘শক্তিকে’ নিয়ন্ত্রণে রাখতে হবে । আপনাকে রাগ/আগ্রাসী মনোভাবের ওপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে, মাথা ঠান্ডা রাখুন এবং আপনার শক্তিকে কোনও ইতিবাচক দিকে চালিত করুন ।
বৃষ : সংসারে আপনি আপনার দায়িত্বগুলি উপভোগ করবেন । যে সকল ব্যক্তিদের উপর আপনি নির্ভর করেছিলেন, তারা হয়তো আজকে আপনাকে হতাশ করবে । মনে রাখবেন, আপনি যে বীজ বুনবেন, ফসলও তাই পাবেন ৷ লাভজনক ফল পাওয়ার জন্য প্রচেষ্টাতে কোনও খামতি রাখবেন না । অন্যদিকে, প্রেমজীবন বিকশিত হবে । যদিও আজকে আপনার স্বাস্থ্যের কোনও গুরুতর সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই, আপনাকে মানসিক সুস্থতা নিয়ে সতর্ক থাকতে হবে ।
মিথুন : আজকে, বিশেষ কারওর সঙ্গে জোরালো মানসিক সম্বন্ধ স্থাপন হতে পারে । কাজেই আপনি দিনের বেশিরভাগ সময় উৎফুল্ল ও আনন্দিত থাকবেন । কিন্তু, দিনের পরের দিকে কিছু তুচ্ছ সমস্যা আপনার হাসিখুশি মেজাজ বিগড়ে দিতে পারে । হাসিখুশি পদ্ধতিতে চাপ কাটান । প্রিয়তমকে, আপনি আপনার কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্বন্ধে অবগত করেন ৷ কারণ আপনি জীবনে যৌথ মূল্যবোধ এবং যৌথভাবে কাজ করায় বিশ্বাস করেন । আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই স্বাভাবিক যাবে ।
কর্কট : আজকের দিনটি হয়ত আপনার জন্য খুব বেশি ফলদায়ক হবে না । খুব গুরুতর কিছু ক্ষতি না হলেও, আপনি হয়ত বিভ্রান্ত বোধ করবেন এবং একা থাকতে চাইবেন । বিশাল কিছু স্বাস্থ্যগত সমস্যা আজ দেখা দেবে না, কিন্তু আপনি খুব বেশি সংবেদনশীল থাকবেন । কাজেই বিরোধী মনোভাব না রাখার চেষ্টা করুন, নমনীয় ও বাস্তববাদী হন । আজকে ফিক্সড ডিপোজিট বা সরকারি যোজনাতে টাকা বিনিয়োগ করুন, কেননা এর থেকে স্থায়ী রিটার্ন পাবেন ।
সিংহ :আজকে আপনার দৈনন্দিন রুটিনের কিছু পরিবর্তন দেখতে পাবেন । নতুন চাকরি বা ব্যবসায়িক কার্যকলাপ শুরু করার জন্য আজকের দিনটি ভালো । আজকে, আপনি নিজের ব্যক্তিত্বের দিকে বেশি মনোযোগ দেবেন । নিজের উন্নতি করার চেষ্টা করবেন এবং আপনার গোপন প্রতিভা সামনে নিয়ে আসবেন । যদি আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে চান, তাহলে আজকেই তা করুন ৷ কেননা নক্ষত্র আপনার অনুকূলে আছে । বিলাসবহুলভাবে জীবনযাপন করার জন্য আরও অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা হবে আজ ৷
কন্যা : আজ প্রচুর বিস্ময় এবং অপ্রত্যাশিত পরিবর্তনে ভরা একটি মনোরম দিন । আজকে, আপনাকে আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করতে হবে এবং কোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর আগে, তা বিশ্লেষণ করতে হবে । আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে আজ ৷ বরং তার বদলে আপনার সঞ্চয় থেকে সেই অর্থ খরচ করুন । স্বাস্থ্য এবং ওষুধের পিছনে কিছু অর্থ খরচ হতে পারে । বাড়ি বা গাড়ির কিছু সারানোর বা তাতে কিছু সংযোগ করার প্রয়োজন দেখা দিতে পারে । সবমিলিয়ে, আজকে চালাকচতুর থাকার চেষ্টা করুন ।