লালবাগ (মুর্শিদাবাদ), 23 মে: মুর্শিদাবাদ থানার লালবাগে চিতাবাঘের চামড়া-সহ দু'জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল । ধৃতদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷
মুর্শিদাবাদে চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার 2 তৃণমূল নেতা (ইটিভি ভারত) গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর-দক্ষিণ রেঞ্জের বন দফতর যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ৷ সেখান থেকেই লেপার্ডের চামড়া-সহ দু'জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে 88 সেন্টিমিটারের লম্বা পূর্ণবয়স্ক একটি লেপার্ডের চামড়া উদ্ধার হয় । ধৃতদের মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দফতর । ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 9, 39, 40(বি)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মণ্ডল । দু'জনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় ।
জানা গিয়েছে, নেপাল থেকে মুর্শিদাবাদে এসেছে চিতাবাঘের চামড়া । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বেআইনি ব্যবসার জন্যই চিতাবাঘের চামড়া আনা হয়েছিল মুর্শিদাবাদে । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে দু'জনকে লালবাগের একটি বেসরকারি হোটেলের রিসেপশন থেকে গ্রেফতার করা হয় ।
ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া । এ দিন ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ধৃত দুই ব্যক্তি এলাকায় পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতা হিসাবে পরিচিত । জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "অপরাধীদের পরিচয় অপরাধী । এই ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে আইনের মাধ্যমেই বিচার হবে ।"
আরও পড়ুন:
- চা বাগানে ঘুরছে একাধিক চিতাবাঘ! জলপাইগুড়িতে ছড়াল আতঙ্ক
- বেডরুমে পাঁচ ঘণ্টা আটকে চিতাবাঘ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
- আতঙ্কের অবসান! দীর্ঘ তল্লাশির পর খাঁচাবন্দি 70 কেজি ওজনের চিতাবাঘ