পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনভর 556টি অভিযোগ ! তিন কেন্দ্রে ভোট ‘শান্তিপূর্ণ’, জানাল কমিশন - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 8:51 AM IST

Updated : Apr 19, 2024, 9:59 PM IST

21:01 April 19

লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার ভোটগ্রহণ ছিল বঙ্গের তিন জেলায় ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷

ডিসিআরসি’তে ফিরলেন ভোটকর্মীরা
  • ভোটকেন্দ্র থেকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসি’তে ফিরলেন ভোটকর্মীরা । রিসিভিং সেন্টারে ইভিএম জমা করলেন তাঁরা ।

19:21 April 19

  • কমিশন সূত্রে খবর, প্রথম দফায় তিন কেন্দ্রের নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ৷

19:17 April 19

  • ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেসাল সিস্টেমে মোট জমা পড়েছে মোট 371টি অভিযোগ । এর মধ্যে কোচবিহারে 169টি, আলিপুরদুয়ারে 99টি এবং জলপাইগুড়িতে 103টি অভিযোগ রয়েছে । কমিশন জানিয়েছে, এর মধ্যে 356টির সমাধান হয়েছে।
  • সি-ভিজিল অ্যাপে জমা পড়েছে 103টি অভিযোগ ৷ এর মধ্যে কোচবিহারে 26টি, আলিপুরদুয়ারে 59টি এবং জলপাইগুড়িতে 18টি অভিযোগ রয়েছে ।
  • সিএমএসে জমা পড়েছে 82টি অভিযোগ ৷ তারমধ্যে কোচবিহারেই জমা পড়েছে 74টি ৷ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 4টি করে অভিযোগ জমা পড়েছে ৷

18:47 April 19

বিয়ের সাজেই ভোটকেন্দ্রে...

বিয়ের সাজেই ভোটকেন্দ্রে...

  • সবে মাত্র সম্পন্ন হয়েছিল বাসি বিয়ে ৷ তারপর এতটুকু সময় নষ্ট না করে বউকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির বর ৷ নতুন জীবন শুরুর আগে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভুললেন না শুভঙ্কর-সুতপা ৷ একেবারে বিয়ের সাজে নবদম্পতিকে দেখে অবাকজলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের ঘটনা।

18:28 April 19

উৎসবে ছবি...

  • চির পরিচিত ছাপ্পা ভোট কিংবা অশান্তির ছবি নয় ৷ কিছু দৃশ্য বুঝিয়ে দেয়, ভোট সত্যিই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ৷ কোচবিহারের একটি বুথে ধরা পড়ল সেরকমই ছবি ৷ পরিবারের সঙ্গে ভোট দিতে এলেন 108 বছরের বৃদ্ধা ৷ কমিশনের নিয়ম অনুযায়ী অবশ্য 85 বছরের বেশি বয়সিরা বাড়ি থেকেই ভোট দিতে পারেন ৷

17:35 April 19

বিকেল 5টার আপডেট...

  • শতাংশের নিরিখে বিকেল 5টায় ভোটদানে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি ৷
  • সেখানে ভোট পড়েছে 79.33 শতাংশ ৷
  • কোচবিহারে ভোটদানের হার 77.73 শতাংশ ৷
  • আলিপুরদুয়ার ভোট পড়েছে 75.54 শতাংশ ৷
  • তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট 77.57 শতাংশ ৷

17:27 April 19

5টার আপডেট
  • ফের উত্তেজনা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় । উত্তেজনা ছড়ালো তিলেশ্বরী হাইস্কুলে । এদিন ফের ওই স্কুলে যান বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । অভিযোগ, তারপরেই স্থানীয় কাউন্সিলার মুন্না প্রসাদ ও তাঁর অনুগামীরা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে । পুলিশকে জানালেও কোনও পদক্ষেপ হয়নি । এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ৷

17:09 April 19

  • উত্তর এক্তিয়াশালে ফের বিক্ষোভের মুখে শিখা চট্টোপাধ্যায় ৷ বিজেপি বিধায়ককে আটকানোর ঘটনায় এবার জেলাশাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

16:40 April 19

অন্য ভোটের ছবি...

  • রাজ্যে প্রথম দফার ভোটে বেশ কয়েক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে । সেখানে একদম অন্য চিত্র দেখা গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম 1 অঞ্চলের সরস্বতীপুর এলাকায় । যেখানে ভোটগ্রহণ কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দেখা গেল বনকর্মীদেরও ।
  • শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের অধীনে রয়েছে সরস্বতীপুর বিট । যেখানে বৈকুন্ঠপুর ডিভিশনের ঘন জঙ্গলের অধীনে রয়েছে সাতটি ভোটগ্রহণ কেন্দ্র ৷ ভোটার সংখ্যা প্রায় পাঁচ হাজার । মাঝেমধ্যেই ওই এলাকায় বের হয় হাতি । এমনকী বুধবার রাতেও হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক যুবকের । বৃহস্পতিবার রাতেও ওই গ্রামে হাতি বেরিয়েছিল ।
  • যে কারণে আতঙ্কের মধ্যে থাকেন গ্রামবাসীরা । মোট তিনটি গ্রাম রয়েছে সেখানে । খোলাচাঁদ ফাপড়ি, সরস্বতীপুর ও আদাবাড়ি । হাতি বা বন্যপ্রাণীর হানায় যাতে নির্বাচনে কোন ব্যাঘাত না-ঘটে সেজন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর ।

15:57 April 19

বিক্ষোভের মুখে উদয়ন...

  • দিনহাটার ভেটাগুড়ি উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে মহিলাদের বিক্ষোভ । এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ । উদয়নের দাবি, সাজানো ঘটনা । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ।

15:42 April 19

বিক্ষোভের মুখে উদয়ন

3টের আপডেট...

  • শতাংশের নিরিখে দুপুর 3টে পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি ৷
  • সেখানে ভোট পড়েছে 67.28 শতাংশ ৷
  • কোচবিহারে ভোটদানের হার 65.54 শতাংশ ৷
  • আলিপুরদুয়ার ভোট পড়েছে 66.23 শতাংশ ৷
  • তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট 66.34 শতাংশ ৷

14:37 April 19

3টের আপডেট
  • পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ শিখার

শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের নির্দেশে পুলিশ একাজ করছে । সকালে পুলিশ ফোন করে বুথে যেতে মানা করেছে । পুরুষ পুলিশকর্মীরা টানাটানি করেছে ।’’ মেয়র গৌতম দেবের নির্দেশে পুলিশ একাজ করছে বলে অভিযোগ ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়কের ।

14:08 April 19

বিজেপি বিধায়কের সঙ্গে ঝামেলা তৃণমূল কর্মীদের, ধস্তাধস্তিতে উত্তেজনা শিলিগুড়িতে

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ শিখার
  • শিলিগুড়ি পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ ৷ ঘটনায় তুমুল উত্তেজনা ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পরেন বিধায়ক-সহ বিজেপি কর্মী সমর্থকরা ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোটারদের শাসানোর । পালটা শিখা চট্টোপাধ্যায় বিরোধিতা করতে গেলে ঝামেলা বাঁধে । পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ।

13:38 April 19

বেলা 1টা নাগাদ তিন জেলাতেই ভোটদানের হার অতিক্রম করল 50 শতাংশ ৷ কোন কেন্দ্রে কত ভোট পড়ল ?

বেলা 1টা নাগাদ তিন জেলাতেই ভোটদানের হার অতিক্রম করল 50 শতাংশ
  • শতাংশের নিরিখে দুপুর 1টা পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে আলিপুরদুয়ার ৷ সেখানে ভোট পড়েছে 51.58 শতাংশ ৷ কোচবিহারে ভোটদানের হার 50.69 শতাংশ ৷ জলপাইগুড়িতে ভোট পড়েছে 50.65 শতাংশ ৷ তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে 50.96 শতাংশ ৷

13:07 April 19

আহত ভোটার
  • ঢিলের আঘাতে চোট লাগল ভোটারের চোখে ৷ শীতলকুচির ছোটশালবাড়ি অঞ্চলের অন্তর্গত জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷ ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং ঢিল ছোড়ে বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় তিনি তাড়াতাড়ি বাড়ি এসে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন এর বড় চিকিৎসা করতে হবে । আহত ব্যক্তির নাম বিনোদ সরকার ।
  • ঝড় কাটলেও আতঙ্ক কাটেনি । সামান্য হাওয়াও যেন সেদিনের বিধ্বংসী ঝড়ের রূপ নিতে পারে এই আশঙ্কা নিয়ে শুক্রবার সকাল থেকেই এলাকার বাসিন্দারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন । সচিত্র পরিচয় পত্র হারিয়ে গিয়েছে যাদের তারা ভোটার স্লিপ নিয়ে ভোট দিচ্ছেন ৷ পুলতলী প্রাথমিক বিদ্যালয়ের 16/115 নং বুথে ভোট দিচ্ছে বার্নিশের ঝড়ে ক্ষতিগ্রস্ত ভোটাররা ।
  • জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় সকালে নিজের বুথে ভোট দিয়ে বানারহাটের উদ্দেশ্যে বেরিয়ে যান । সেই সময় 15/35 নং বুথের সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপির বুথে ঢোকেন তিনি ৷ কথা বলেন সেখানে বসে থাকা বিজেপির বুথ সভাপতির সঙ্গে । সবার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি বেরিয়ে যান । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বুথ সভাপতি গুলিন্দ রায় বলেন,"এটা সৌজন্য । এখানে গন্ডগোল হয় না । ওনাকে শুভেচ্ছা জানালাম ।" তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন,"আমরা গ্ৰামের মানুষ, ভোটের পর সবাই একসঙ্গে বসে আড্ডা মারব । কেউ বিজেপি বা তৃণমূল করতেই পারে । তবে আমাদের এখানে গন্ডগোল হয় না ৷"

12:56 April 19

  • ভোট দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ এদিন তিনি বলেন,"চান্দামারিতে আহত বিজেপি কর্মীদের দেখতে যাব ৷ তৃণমূল দলটা রাজনৈতিকভাবে মৃত ৷ হিংসা ও রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া ওদের কোনও হাতিয়ার নেই ৷"

12:39 April 19

  • ভোট দিলেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ৷
  • কোচবিহারে এত ঝামেলার কারণ কী ? শতাধিক অভিযোগ জমা পড়ায় নির্বাচন কমিশন ফোন করে জানতে চাইল মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷ এখনও পর্যন্ত 172টি অভিযোগ জমা পড়েছে ৷

12:17 April 19

  • জলপাইগুড়ির ফুলবাড়ি 2নং ব্লকের 19/300 বুথে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং বেশ কয়েকজন দলীয় কর্মী বুথে ঢুকে ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ৷
  • আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্রাম বিধানসভার 10/261 নং বুথ বোড়াগাড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম বিকল হওয়ায় প্রায় 2 ঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ । সাড়ে 11টার পর নতুন ইভিএমে চালু হয় ভোট । ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে পড়েন ভোটাররা ।
  • পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রায়পুর চা বাগান ৷ বাগান খোলার আশায় ভোট দিচ্ছেন চা শ্রমিকরা ৷

11:36 April 19

  • বেলা 11টা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ল 33.56 শতাংশ ৷ এর মধ্যে সর্বাধিক 35.20 শতাংশ ভোট পড়েছে আলিপুরদুয়ার কেন্দ্রে ৷ তারপরে রয়েছে কোচবিহার 33.63 শতাংশ ৷ জলপাইগুড়িতে ভোট পড়েছে 31.56 শতাংশ ৷

11:05 April 19

  • সিআরপিএফ জওয়ান ও বিজেপি নেতাদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ৷ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ৷ আলিপুরদুয়ারের কালচিনির চুয়াপাড়ার 85 নম্বর বুথের ঘটনা ৷
  • বেলা 11টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়ল 32 শতাংশ ৷

10:34 April 19

  • হাতে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত । অদ্ভুত ঘটনা শিলিগুড়ির 34 নং ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে । জানা গিয়েছে, ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে 236 নং বুথে ভোট দিতে আসেন । লাইনে দাঁড়িয়ে বুথে ঢোকার পর জানতে পারেন তালিকায় তাঁর নাম নেই । তিনি মৃত ।
  • কোচবিহারের চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ পাথর ছোড়াছুড়ি ৷ ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী ৷

10:23 April 19

  • সকাল 10টা পর্যন্ত কমিশনে 151টি অভিযোগ জমা পড়েছে ৷ যার সিংহভাগটাই কোচবিহারের বলে জানিয়েছে কমিশন ৷

10:12 April 19

  • তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী-সমর্থকদের অপহরণ করেছে বলে কুঠীবাড়ি ডিএন প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ বিজেপি'র মণ্ডল সহ-সভাপতির ৷ পাশাপাশি বাইক-ক্যাম্প অফিস ভাঙচুর, ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ ৷ রিপোর্ট চাইল কমিশন ৷

09:51 April 19

ভোট দিচ্ছেন উদয়ন গুহ
  • ভোটাধিকার প্রয়োগ করলেন কমিশনের নজরবন্দি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ৷ দিনহাটা গার্লস হাইস্কুলে ভোট দিলেন তিনি ৷

09:16 April 19

জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়
  • আজ ভোট দিতে পারছেন না জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ৷ কারণ তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার ৷

08:58 April 19

  • ভোটে দিলেন জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ৷ স্ত্রীকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি ব্লকের বামনটারি প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন ৷

08:46 April 19

বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ফুলবাড়িতে চতুরাগছ হাইস্কুলের কাছে বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ । বৃহস্পতিবার রাতে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷
  • অন্যদিকে তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ । এটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে । তুফানগঞ্জ-2 ব্লকের বারকোদালি-1 গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকার ঘটনা ।
  • "রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতি চায় ৷ নির্বাচনের সময় রাজ্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে ৷ কোনওরকম হিংসা বরদাস্ত করা উচিত নয় ৷ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷" ভোটের শুরুতেই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷

08:44 April 19

জলপাইগুড়ির ভোটচিত্র
  • জলপাইগুড়ি জেলায় সকালের ভোটচিত্র ৷ তুলে ধরেছেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কেন সকাল সকাল ভোটের লাইনে জনতা শুনুন তাঁদের মুখ থেকেই ৷

08:38 April 19

সকাল সকাল লাইনে ভোটাররা
  • সকাল 7টায় শুরু হল ভোটগ্রহণ ৷
Last Updated : Apr 19, 2024, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details