শিলিগুড়ি, 1 জানুয়ারি: বিনোদন পার্কে জয়রাইড চড়ার সময় ভয়ঙ্কর ঘটনা । জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর । ঘটনাটি ঘটেছে রবিবার, দার্জিলিংয়ের শিলিগুড়ির মাটিগাড়ার একটি বিনোদন পার্কে ৷ বর্তমানে গুরুতর জখম অবস্থায় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 17 বছরের কিশোরী ।
বুধবার ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহতের পরিবার । ঘটনায় সেভিং কিংডম নামে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার একটি বেসরকারি স্কুল থেকে 50 জনের মতো পড়ুয়াকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় রবিবার । স্কুলের ওই প্রোগ্রামে শিক্ষিকা নীতু সরণ তাঁর 17 বছরের মেয়েকেও নিয়ে আসেন । মাটিগাড়ার দাগাপুরের সেভিং কিংডম নামে বিনোদন পার্কে স্কুলের বাচ্চারা অ্যাডভেঞ্চার উপভোগ করছিল । শিক্ষিকার মেয়ে তখন গো কার্ট (Go Kart) চালাচ্ছিল । সেইসময়ই আচমকা বিপত্তি ঘটে । কিশোরীর চুল আটকে মাথার চামড়া উঠে আসে । পরে চুল কেটে ওই কিশোরীকে উদ্ধার করা হয় ।
অভিযোগ, জখম কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ন্যুনতম ব্যবস্থাও করেনি পার্ক কর্তৃপক্ষ । এরপর মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে । ঘটনার পরই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন জখম কিশোরীর মা ও পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, গো কার্ট করানোর সময় পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল । পার্কের পাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই । অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ । পার্কের সুরক্ষা ব্যবস্থা কিছুই নেই বলে অভিযোগ তোলেন তাঁরা ।