বনগাঁ, 26 মে: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উদ্ধার চোরাই সোনা ৷ উদ্ধার 12 কোটি টাকার 89টি সোনার বিস্কুট ৷ সেইসঙ্গে 1 জন পাচারকারীকেও আটক করল দক্ষিণবঙ্গ সীমান্তের 05 নম্বর ব্যাটেলিয়নের গুনারমঠ সীমা চৌকির জওয়ানরা ৷ বাড়ি বনগাঁ থানার গুনারমঠ সীমান্ত এলাকার হালদারপাড়া গ্রামে ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের হালদারপাড়া সীমান্ত গ্রামে অভিযান চালান সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ৷ বিশেষ ওই অভিযান চলাকালীন অভুযুক্ত ব্যক্তির বাড়ি থেকে 16.067 কেজি ওজনের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ ঘটনা প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ-র মুখপাত্র ডিআইজ একে আর্য জানান, 25 মে সীমান্ত গ্রামের হালদারপাড়ার একটি বাড়িতে সোনা চালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালায় সীমান্ত চৌকি গুনারমঠের সেনারা ৷ গ্রামের সন্দেহভাজনের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় অভুযুক্ত একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান-সহ ধরা পড়েন । কাপড়ের বেল্টটি খোলার পর বিভিন্ন সাইজের 89টি সোনার বিস্কুট পাওয়া যায় । এরপর পরবর্তী পদক্ষেপের জন্য ওই ব্যক্তিকে সোনার চালান-সহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয় ।
আরও পড়ুন:লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ