কলকাতা, 2 মার্চ: আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতে পরিবর্তন করা হল কেন্দ্রীয় বাহিনীর কাজ ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ ইতিমধ্যে রাজ্যে এসেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কয়েকটি এলাকার মানুষের মধ্যে আস্থা ও মনোবল বৃদ্ধির কাজ করবে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ তবে এবার এই 150 কোম্পানির দায়িত্বের ক্ষেত্রে বেশ কিছুটা রদবদল হয়েছে বলেই জানা যাচ্ছে ৷ বলাই যায়, নির্বাচনের আগে এরাই হবে কমিশনের চোখ ও কান ৷
সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সন্দেশখালিতে মহিলারা তাঁকে জানিয়েছিলেন, ভোটের সময় তাঁদের ভোট দিতে দেওয়া হয় না ৷ কখনও ভয় দেখিয়ে, কোনও অত্যাচার করে ভোটের দিন তাঁদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না ৷ কমিশন সূত্রে এও জানা গিয়েছে, প্রতি জেলার এসপিদের থেকে পাওয়া তথ্য অনুসারে ভোটের সময় এই চিত্র শুধু সন্দেশখালিরই নয়, বরং রাজ্যের আরও একাধিক জায়গায় এমনটা হয় ৷
গত বিধানসভা এবং তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার সবদিক থেকে ভয়মুক্ত এবং একশো শতাংশ স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ তাই এই অভিযোগের ভিত্তিতে একেবারে শেষ বেলায় বড়সড় রদবদল করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনায় ৷ 7 মার্চের মধ্যে রাজ্যে পুরো 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাবে বলে মনে করা হচ্ছে ৷