পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলদায় মাওবাদী হামলার 14 বছর পর সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত 23

Shilda Maoist attack: শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় 14 বছর পর সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত ৷ 23 জনকে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 1:59 PM IST

Updated : Feb 27, 2024, 2:16 PM IST

শিলদায় মাওবাদী হামলায় দোষী সাব্যস্ত 23

মেদিনীপুর, 27 ফেব্রুয়ারি: শিলদার ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় 14 বছর পর 23 জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত ৷ সাজা ঘোষণা হবে আগামিকাল ৷

2010 সালে 15 ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা । গুলি চালানোর পাশাপাশি ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয় । জওয়ানদের পালটা প্রতিরোধে পাঁচজন মাওবাদীর মৃত্যু হয় ৷ সেই ঘটনায় 23 জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত । এই ঘটনায় রায় ঘোষণা হবে আগামিকাল, বুধবার ।

2010 সালে 15 ফেব্রুয়ারি অবিভক্ত পশ্চিম মেদিনীপুরে শিলদায় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের ক্যাম্পে ভয়ংকর মাওবাদী হানা নাড়িয়ে দেয় গোটা রাজ্যকে । তখন গোটা পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহল জুড়ে চলছে মাওবাদীদের দৌরাত্ম্য । মাওবাদীদের রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল জেলার বিভিন্ন প্রান্তে । কিন্তু 15 ফেব্রুয়ারি রাত ন'টা নাগাদ শিলদা ইএফআর ক্যাম্পে সশস্ত্র অবস্থায় আচমকা আক্রমণ করে মাওবাদীরা ।ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। সে দিনের ঘটনায় 24 জন জওয়ানের মৃত্যু হয় ৷ চুরি হয়ে যায় জওয়ানদের অস্ত্রশস্ত্র । যদিও সেই পালটা আক্রমণে পাঁচ মাওবাদীরও মৃত্যু হয় ৷

সেই ঘটনায় তৎকালীন পুলিশ প্রশাসন অর্ণব দাম-সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ৷ কিন্তু 2019 সালে অর্ণবকে জামিন দেয় আদালত ৷ মূলত সংশোধনাগারে তাঁর আচরণ ভালো হওয়ার জন্যই তাঁকে জামিন দেওয়া হয় । সংশোধনাগার থেকেই নেট উত্তীর্ণ হন মেধাবী ওই মাওবাদী নেতা ৷ পরবর্তীকালে সুদীপ চোংদার নামে এক মাওবাদী নেতার মৃত্যু হয় । বাকি 23 জন মাওবাদীর দীর্ঘ বিচার প্রক্রিয়া চলতেই থাকে । অবশেষে আজ মেদিনীপুরে অতিরিক্ত দায়রা আদালতে অভিযুক্তদের তোলা হয় ।

এই মামলায় প্রথমে মাও নেতা রঞ্জন মুণ্ডা গ্রেফতার হয়েছিল ৷ এর পর একের পর এক মাওবাদী নেতানেত্রীদের গ্রেফতার করা হয় । যদিও অধরা ছিলেন মাও নেত্রী সুচিত্রা মাহাত । পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুচিত্রা । প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে ৷ পরর্বতীতে সেই মামলার শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুর আদালতে । মঙ্গলবার জেলবন্দি 14 জন মাওবাদীকে তোলা হয় ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম শাহির এজলাসে । এছাড়াও বাকি যারা জামিনে মুক্ত রয়েছেন, তাদেরও মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় । মঙ্গলবার এই মামলার অভিযুক্ত 23 জনকে দোষী সাব্যস্ত করে আদালত । বুধবার ও বৃহস্পতিবার দুই ধাপে দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করা হবে ।

এ দিন সরকারি আইনজীবী দেবাশিস মাইতি বলেন, "দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত । এই ঘটনায় একজন জুভেনাইল আছে, আর আরেকজন মারা গিয়েছে । বাকি সবাইকেই দোষী সাব্যস্ত করা হয়েছে ।"

অন্যদিকে, মাওবাদীদের হয়ে লড়া আইনজীবী অজয়কুমার ঘোষ বলেন, "বিচারক মনে করেছেন তাই দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছেন ৷ এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই ৷ আসামিপক্ষ যদি উচ্চ আদালতে যান তাহলে যেতে পারেন । উচ্চ আদালতই ঠিক করবে এই নির্দেশ বহাল রাখবে, না বাতিল করবে ।"

আরও পড়ুন:

  1. শিলদায় মাওবাদী হানায় নিহত শহিদ জাওয়ানদের শ্রদ্ধা জানালেন এডিজি
  2. শিলদায় মাওবাদী হামলার বিচার এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
  3. 12 বছর কারাবাসের পর জামিন পেলেন শিলদাকাণ্ডে অভিযুক্ত প্রশান্ত পাত্র
Last Updated : Feb 27, 2024, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details