কলকাতা, 9 এপ্রিল: অনেক আগে থেকেই কাজ চলছিল ৷ এবার দ্রুত শিয়ালদা শাখায় 12 কোচের লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ৷ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ শিয়ালদা শাখায় 12 কোচের এমএমইউ লোকাল ট্রেন চালাবার জন্য শিয়ালদা মেইন স্টেশনের সাবার্বানের সবক'টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ-সহ পরিকাঠামোগত আর যা যা কাজ চলছিল, তা এখন শেষের মুখে ৷ তাই সবকিছু ঠিকঠাক এগোলে আর কয়েক মাসের মধ্যেই শিয়ালদা থেকে সব শাখার জন্য 12 বগির ইএমইউ ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে ৷
শিয়ালদা দক্ষিণ শাখার প্রায় সব ইএমইউ লোকাল বর্তমানে 12 কোচের ৷ তবে শিয়ালদা মেইন ও উত্তর শাখায় অর্থাৎ শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদা-বনগাঁ সেকশনের সবক'টি লোকাল এখনও 12 কোচের হয়নি ৷ কারণ 12 কোচের ট্রেন চালাতে হলে শিয়ালদা মেইন সেকশনের বেশ কয়েকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির প্রয়োজন ৷ তাই শিয়ালদা উত্তর ও মেইন শাখায় শহরতলি থেকে আসা যাত্রীদের যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য সব ইএমইউ রেকগুলিকেই 12 কোচের রেক করে চালাবার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে ৷
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম লম্বায় বাড়ানোর কাজ প্রায় শেষের দিকে ৷ পাশাপাশি 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজও চলছে ৷ এপ্রিল মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে ৷ তবে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে ৷