পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলু-পেঁয়াজের দাম এত বেশি কেন ? শপিংমলে হাজির প্রশাসন - Potatoes and Onions Price Hike - POTATOES AND ONIONS PRICE HIKE

Raid in Jalpaiguri Shopping Mall: আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে থোরোই তোয়াক্কা ! খুচরো বাজারে 28-30 টাকা দরে আলু বিক্রি হওয়ার কথা সেখানে শপিংমলে আলু ও পিঁয়াজের দাম যাচ্ছে 42 ও 52 টাকা কিলো দরে ৷ এত বেশি দাম কেন? প্রশ্ন নিয়ে সটান এক জলপাইগুড়ির শপিংমলে হানা দেয় প্রশাসন ৷

Raid in Jalpaiguri Shopping Mall
আলু ও পেঁয়াজের দাম চড়া, এই অভিযোগ পেয়েই শপিংমলে হাজির প্রশাসন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 10:51 PM IST

জলপাইগুড়ি, 27 জুলাই:শপিংমলে আলুর দাম 42 টাকা, পেঁয়াজের দাম 52 টাকা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার কড়া নির্দেশ দিয়েছেন ৷ এদিকে এই চড়া দামে বিক্রির অভিযোগ পেয়েই জলপাইগুড়ির একটি শপিংমলে আচমকা হানা দিল প্রশাসন। শনিবার ওই শপিংমলে যৌথ অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স, ক্রেতা সুরক্ষা ও ফুড সেফটি অফিসাররা ৷ এই অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী ৷

জলপাইগুড়ির একটি শপিং মলে তল্লাশি অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স, ক্রেতা সুরক্ষা ও ফুড সেফটি অফিসাররা (ইটিভি ভারত)

আলু-পেঁয়াজের দাম এত বেশি কেন ?

ওই শপিংমল থেকে আলু-পেঁয়াজের নমুনা সংগ্রহ করা হয় ৷ জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, "জেলাশাসকের কাছে অভিযোগ এসেছিল শপিংমলে চড়া দামে আলু, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৷ অভিযোগ পেয়েই আমরা এসেছি। দেখা গেল বেশি দামে বিক্রি হচ্ছে। আলুর কাগজ দেখতে চেয়েছি। তারা কাগজ দেখাবেন বলেছেন ৷ কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে এই আলু, তার জন্য নোটিশ দেওয়া হচ্ছে ৷" তবে, শপিংমল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

অন্যদিকে, জলপাইগুড়ির বিভিন্ন খাবারের দোকানেও এদিন হানা দেন ফুড সেফটি আধিকারিক-সহ ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা ৷ একটি নামী বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি ও মাংসের নমুনা সংগ্রহ করা হয়। ক্রেতা সুরক্ষা দফতরের অফিসার দেবাশিস মণ্ডল বলেন, "খাদ্যের মান ঠিক আছে কি না, তা দেখার জন্য আমরা অভিযানে নেমেছি ৷"

রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি মূল্যে‌ আলু ও পেঁয়াজ বিক্রির‌ চেষ্টা চলছে ৷ খুচরো বাজারে 28-30 টাকা দরে আলু বিক্রি হওয়ার কথা ৷ অথচ‌ জলপাইগুড়ির একটি শপিংমলে আলু বিক্রি হচ্ছে 42 টাকা কেজি দরে ৷ পেঁয়াজের দর 52 টাকা কেজি ৷ এই অভিযোগ পেয়ে শনিবার মিউনিসিপালিটি মার্কেট এলাকার একটি শপিংমলে আচমকাই অভিযান চালান সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, বিপণন দফতরের আধিকারিক সুব্রত দে-সহ ক্রেতা সুরক্ষার আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details