সামশেরগঞ্জ, 4 অক্টোবর: পুজোর আগেই দশমীর সুর সামশেরগঞ্জে ৷ চোখের সামনে দেখতে দেখতে গঙ্গাবক্ষে তলিয়ে গেল দশটি পাকা বাড়ি ৷ শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী শিকদারপুর গ্রাম ৷ পুজোর আগে গঙ্গা ভাঙনের জেরে চোখের জলে ভাসছেন ঘরহারা মানুষজন ৷
গত কয়েকদিন ধরেই, একটু একটু করে বাড়ির কাছে এগিয়ে আসছিল গঙ্গা ৷ শুক্রবার সকাল হতেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পায় ৷ সেইসঙ্গে তীব্র হয় গঙ্গার ভাঙন ৷ আর তার জেরেই তলিয়ে গিয়েছে প্রায় দশটি বাড়ি ৷ নদীতে মিশে গিয়েছে প্রচুর পরিমাণে কৃষিজমি ও বাগান ৷ আচমকা ভাঙন শুরু হওয়ায় আসবাবপত্র সরানোর সুযোগও পাননি কেউ ৷ যাবতীয় আসবাবপত্র সবকিছু সমেত গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বাড়িঘর ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্ক আর হাহাকার তৈরি হয়েছে ৷ যে কোনও দিন ঘর হারাতে হতে পারেন আরও অনেকে ৷
গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় সামগ্রী ও আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন দুর্গত পরিবারের সদস্যরা ৷ এমনকি আতঙ্কে থাকা আশপাশের প্রায় শতাধিক পরিবার বাড়ির সব আসবাবপত্র নিয়ে অস্থায়ী কোনও জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন ৷ গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও, গত দু’দিনে ব্যাপক পরিমাণে জলস্তর বেড়েছে ৷ যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্কে উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে ৷