কলকাতা, 5 অক্টোবর: থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরজি কর হাসপাতাল। অভিযুক্ত 59 জনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছিল আগেই। কলেজ কাউন্সিল বৈঠকে শনিবার তা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কলেজ কাউন্সিল। অভিযুক্তদের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগ অনুযায়ী, 10 জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরাই এই থ্রেট কালচারের অন্যতম মাথা বলে কাউন্সিল মনে করে।
আরজি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের সভাপতি অনিকেত মাহাতো বৈঠকের সিদ্ধান্ত স্বরূপ জানান,
- অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে ৷
- তাঁদেরকে হস্টেল থেকেও বিতাড়িত করা হয়েছে ৷
- অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলি আইসিসির কাছে পাঠানো হবে ।
- মেডিক্য়াল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রাপ্তির বিষয়ে এই অভিযুক্তদের নাম পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে ।
- অভিযুক্তদের পরিবারকেও পুরো বিষয়টি সম্পর্কে অবগত করা হবে ৷
অভিযুক্ত 59 জনের বিরুদ্ধে 14 ধরনের অভিযোগ পেয়েছেন তদন্ত কমিটির 7 জন সদস্য। সেগুলি কী কী-
- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো ৷
- হস্টেলের বাইরে বের করে দেওয়া হবে বলে ভয় দেখানো।
- গভীর রাতে মানসিক ও শারীরিক নির্যাতন ৷
- কমনরুমে নিয়ে গিয়ে সকলের সামনে যৌন হেনস্থার অভিযোগ ও দুর্ব্যবহার ৷
- ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক সমাবেশে যোগদান করতে বাধ্য করা ৷
- গভীর রাতে মদ্যপান করা এবং ড্রাগস নিতে বাধ্য করা ৷
- গভীর রাতে কমনরুমে নিয়ে গিয়ে নানা ভাবে হেনস্থা করা।
- পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ৷
- ইন্টার্নশিপ কমপ্লিট করতে দেওয়া হবে না বলে ভয় দেখানো ৷
- যৌন হেনস্থা হয়েছে এমন মিথ্যা এফআইআর দায়েরের ভয় দেখানোর অভিযোগ।
- আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মানিকতলা হস্টেলে মধ্যরাতে ডাক্তারি পড়ুয়াদের উপর হামলা ৷
- পড়ুয়া চিকিৎসকদের পরিবারের সদস্যদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা ৷
- টাকার বিনিময়ে জোর করে ইন্টার্ন ও হাউস স্টাফদের ডিউটি সিডিউল পরিবর্তনের অভিযোগ।
অপরাধের গুরুত্ব বিচার করে 3টি ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে অভিযুক্তদের। ক্যাটেগরি '1-এর A'-থ্রেট সিন্ডিকেটের জড়িতদের মধ্যে সবথেকে বেশি অভিযোগ রয়েছে 10 জনের বিরুদ্ধে ৷
- চিকিৎসক সৌরভ পাল
- আশিস পাণ্ডে
- অভিষেক সেন
- আয়ুশ্রী থাপা
- নির্জন বাগচী
- শরিফ হাসান
- নীলাদ্রী দেবনাথ
- অমরেন্দ্র সিং
- সৎপাল সিং
- তানবীর আহমেদ কাজি